ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই সরকারের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ৫৫৯ বার পড়া হয়েছে

আপাতত পেঁয়াজ আমদানি বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।

মঙ্গলবার (২৯ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় কৃষি সচিব এ কথা জানান।

তিনি বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করে থাকি। এখন পর্যন্ত কৃষক পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন। অন্যদিকে সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এ সময়ে পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। তাই আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের নেই। তবে আমরা নিবিড়ভাবে বাজার মনিটর করছি। কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।

সায়েদুল ইসলাম বলেন, আপনারা জানেন কিছু দিন আগে পেঁয়াজের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। তখন কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেঁয়াজ আমদানির জন্য আইপি ওপেন করা হয়। আইপি ওপেন করার প্রতিফলন আমরা বাজারে দেখতে পারছি। এখন গণমাধ্যমের প্রতিবেদন দেখা যাচ্ছে, পেঁয়াজের দাম কমে যাচ্ছে। তবে এখানে আপনারা দেখে থাকবেন আমদানিকৃত পেঁয়াজের দাম কমেছে। কিন্তু আমাদের দেশি পেঁয়াজ চাষিরা যেটা মাঠ থেকে তুলছে সেটার ভালো দাম আছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই সরকারের

আপডেট সময় ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

আপাতত পেঁয়াজ আমদানি বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।

মঙ্গলবার (২৯ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় কৃষি সচিব এ কথা জানান।

তিনি বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করে থাকি। এখন পর্যন্ত কৃষক পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন। অন্যদিকে সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এ সময়ে পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। তাই আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের নেই। তবে আমরা নিবিড়ভাবে বাজার মনিটর করছি। কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।

সায়েদুল ইসলাম বলেন, আপনারা জানেন কিছু দিন আগে পেঁয়াজের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। তখন কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেঁয়াজ আমদানির জন্য আইপি ওপেন করা হয়। আইপি ওপেন করার প্রতিফলন আমরা বাজারে দেখতে পারছি। এখন গণমাধ্যমের প্রতিবেদন দেখা যাচ্ছে, পেঁয়াজের দাম কমে যাচ্ছে। তবে এখানে আপনারা দেখে থাকবেন আমদানিকৃত পেঁয়াজের দাম কমেছে। কিন্তু আমাদের দেশি পেঁয়াজ চাষিরা যেটা মাঠ থেকে তুলছে সেটার ভালো দাম আছে