ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসন হয় – ডি আই জি প্রিজন্স আলতাব হোসেন মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মৌলভীবাজারে আন্ত: কলেজ ফুটবল টূর্ণামেন্ট শুরু আল্লাহকে নিয়ে কটুক্তি ও কুরআন অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এখন সময়ের দাবি কমলগঞ্জে এক যাতায়াতের রাস্তায় চলাচলে প্রতিবন্ধিকতা, প্রশাসনের হস্তক্ষেপ তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত তারেক রহমান দেশে ফিরছেন সংবাদ প্রকাশের পর দুর্গাপুরে আ.লীগ নেতার নেতৃত্বে কথিত মানববন্ধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় সদর হাসপাতালের পক্ষ থেকে দোয়া মাহফিল

প্রকৃতিপ্রেমি প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৫০১ বার পড়া হয়েছে

‘বাতাসে বহিছে প্রেম/ নয়নে লাগিলো নেশা/ কারা যে ডাকিলো পিছে/ বসন্ত এসে গেছে/ মধুর অমৃতবানী বেলা গেল সহজেই/ মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে/ থাক তব ভুবনের ধূলি মাখা চরণে/ মাথা নত করে রব…/ বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।/ গগনের নভোনীলে মনেরও গোপনে/ বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ/ পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে/ বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে/ কুহু কুহু শোনা যায়/ কোকিলের কুহু তান…/ বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।’’

গানের প্রতিটি শব্দ-বাক্যের মতো বসন্ত এসে গেছে। গাছে-গাছে জেগেছে পত্র-পল্লব, ফুটেছে ফুল!

প্রকৃতিপ্রেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের প্রকৃতিপ্রেমের প্রমাণ দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে। গণভবনে কৃষিকাজ নিয়ে একটা বেসরকারি টেলিভিশনে প্রতিবেদনও প্রচার হয়েছে সম্প্রতি।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট-ব্রি’র ৫০ বছর পূর্তি উদযাপনে অংশগ্রহণ করেন। ওইদিন সেখানে তিনি বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী তাঁর গাজীপুর সফরকালে পরিদর্শন করেন ধান গবেষণা কেন্দ্র। নিজেকে নিয়ে যান প্রকৃতির কাছাকাছি। বসন্তে ফোটা পলাশ ফুলের মাঝে নিজেকে হাজির করেন। পলাশ বৃক্ষের নিচে ছড়িয়ে থাকা পলাশ ফুলের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পলাশ ফুলের সঙ্গে প্রধানমন্ত্রীর দুইটি ছবি ‘পলা‌শ ফোটার দি‌নে বাংলাদেশকে নেই চি‌নে….’ লিখে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ছবিগুলো তুলেছেন ইয়াসিন কবির জয়।

ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী প্রধানমন্ত্রীর প্রকৃতিপ্রেমের এমন দৃশ্যের প্রশংসা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রকৃতিপ্রেমি প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

‘বাতাসে বহিছে প্রেম/ নয়নে লাগিলো নেশা/ কারা যে ডাকিলো পিছে/ বসন্ত এসে গেছে/ মধুর অমৃতবানী বেলা গেল সহজেই/ মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে/ থাক তব ভুবনের ধূলি মাখা চরণে/ মাথা নত করে রব…/ বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।/ গগনের নভোনীলে মনেরও গোপনে/ বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ/ পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে/ বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে/ কুহু কুহু শোনা যায়/ কোকিলের কুহু তান…/ বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।’’

গানের প্রতিটি শব্দ-বাক্যের মতো বসন্ত এসে গেছে। গাছে-গাছে জেগেছে পত্র-পল্লব, ফুটেছে ফুল!

প্রকৃতিপ্রেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের প্রকৃতিপ্রেমের প্রমাণ দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে। গণভবনে কৃষিকাজ নিয়ে একটা বেসরকারি টেলিভিশনে প্রতিবেদনও প্রচার হয়েছে সম্প্রতি।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট-ব্রি’র ৫০ বছর পূর্তি উদযাপনে অংশগ্রহণ করেন। ওইদিন সেখানে তিনি বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী তাঁর গাজীপুর সফরকালে পরিদর্শন করেন ধান গবেষণা কেন্দ্র। নিজেকে নিয়ে যান প্রকৃতির কাছাকাছি। বসন্তে ফোটা পলাশ ফুলের মাঝে নিজেকে হাজির করেন। পলাশ বৃক্ষের নিচে ছড়িয়ে থাকা পলাশ ফুলের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পলাশ ফুলের সঙ্গে প্রধানমন্ত্রীর দুইটি ছবি ‘পলা‌শ ফোটার দি‌নে বাংলাদেশকে নেই চি‌নে….’ লিখে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ছবিগুলো তুলেছেন ইয়াসিন কবির জয়।

ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী প্রধানমন্ত্রীর প্রকৃতিপ্রেমের এমন দৃশ্যের প্রশংসা করছেন।