প্রাণি বিদ্যা অলিম্প্য়িাড ২০২৪ সিলেট অঞ্চলে সবার সেরা এমসি কলেজ
- আপডেট সময় ১১:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ১১১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: প্রাণি বিদ্যা অলিম্পিয়াড ১১তম আসরের সিলেট অঞ্চলের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণি বিজ্ঞান বিভাগে রোববার অনুষ্ঠিত হয়েছে। দু’গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছে সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা।
এ প্রতিযোড়িগতায় দু’টি গ্রুপে সিলেট বিভাগের ১৬ কলেজের ১১০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে চ্যাম্পিয়ান ও রানার্সআপ ৪ জনকে পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রাণি বিজ্ঞান সমিতি সিলেটের আঞ্চলিক সম্পাদক প্রফেসর মো. সেলিম সভাপতিত্ব করেন।প্রভাষক সাহেদা জাহান মৌ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীর।
বিশেষ অতিথির বক্তব্য দেন ওই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আনোয়ার হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. শরীফুল রহমান, প্রাণি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজল দেব, সমকাল পত্রিকার সাংবাদিক নূরুল ইসলাম প্রমুখ।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছেন সিলেট এমসি কলেজের হালিমা আক্তার দিবা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন শ্রীমঙ্গল সরকারি কলেজের চৈতী রায়। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে খ গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছেন সিলেট এমসি কলেজের (মুরারী চাঁদ) তাহরিন জেরিন জুঁই। রানার্সআপ হয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের ফয়ছল আহমদ জুনেদ।