ব্রেকিং নিউজ
প্রীতি ওরাং এর মৃত্যুতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০১:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: সাম্প্রতিক মোহাম্মদপুরের শাহাজান রোডে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এর বাড়িতে শিশু গৃহকর্মী প্রীতি ওরাং (১৫) এর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের চৌমোহনা চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্দোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন অনুষ্ঠিত হয়।
কবি সুনীল শৈশব সঞ্চালনায় এবং নাট্যকার আব্দুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে বিত্তবানদের অপরাধ লুকিয়ে রাখার সংস্কৃতি চলছে। সরকার কথায় কথায় শিশু শ্রম নির্মূলের প্রতিশ্রুতি দিলেও, তার জন্য যে অবকাঠামোগত সংস্কার দরকার, তা করতে ব্যর্থ হয়েছে। চা শ্রমিকদের কোন আর্থিক নিরাপত্তা না দিয়ে, সার্বজনীন শিক্ষার ব্যবস্থা না করে শিশু শ্রম নির্মূল করা অসম্ভব।
অবিলম্বে প্রীতির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্তকালীন সময়ে প্রীতির পরিবার যাতে প্রভাবশালী গোষ্ঠীর চাপের মুখে না পরে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রীতির পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :