বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সেলাই মেশিন বিতরণ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০২:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / ২৯৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভা সেলাই মেশিন বিতরণ অনুষ্টিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন।
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)