ব্রেকিং নিউজ
বড়লেখায় বজ্রপাতে জেলের মৃ-ত্যু
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ৪৯৬ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন মনি দাস (৪২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রতন দাস দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম গাংকুল গ্রামের মৃত নন্দলাল দাসের ছেলে। রতন পেশায় জেলে ছিলেন।
স্থানীয়রা জানান, রতন মনি দাস শুক্রবার ভোরে মাছ ধরতে হাকালুকি হাওরে যান। আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে রতন মারা যান। পরে লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাহেদুল ইসলাম সমুন বজ্রপাতে জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে রতনের শরীর পুড়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য রতনের স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন।
ট্যাগস :



















