বড়লেখায় মন্দিরে মালামালসহ গ্রেফতার – ১
																
								
							
                                - আপডেট সময় ০৬:৪৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
 - / ৪৬৭ বার পড়া হয়েছে
 

বিশেষ প্রতিনিধি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলার কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনায় চোরাই মালামালসহ রনি মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ জানুয়ারি রাত সাড়ে ৭ ঘটিকার সময় গ্রামবাসীদের সহায়তায় গ্রামতলায় ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
এসময় তল্লাশি করে তার হেফাজত থেকে মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল এবং তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রনি মিয়া গ্রামতলা কালী মন্দিরের পাশেই ভাড়া বাসায় বসবাস করতো। তার মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদপুর গ্রামে।
বড়লেখা থানার ওসি আব্দুর রহিম জানান, গত ৮ জানুয়ারি দিবাগত রাতে গ্রামতলা গ্রামের শ্রী শ্রী কালিবাড়ি মন্দির এবং মন্দিরের অফিস কক্ষের দরজা ভেঙে ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়।

কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করি। গতকাল রাতে আমাদের গোপন সোর্স এবং গ্রামবাসী সহায়তায় চুরির ঘটনার সাথে জড়িত রনি মিয়া নামে একজনকে গ্রেফতার করি। সে কালী মন্দিরের পাশেই ভাড়া বাসায় বসবাস করত। জিজ্ঞাসাবাদে সে তার মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় বলে জানায়। আমরা তার ভাড়া বাসায় তল্লাশি করে চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোরাই মালামাল উদ্ধার করি।
                            
																			












