ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বনবিথী এলাকার ফ্রী চক্ষু শিবির সম্পন্ন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

বনবিথী-বনশ্রী এলাকার যুব সমাজের উদ্যোগে এবং বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে শনিবার ৫মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফ্রি চক্ষু শিবিরের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

সর্বমোট ৪১০ জন রুগীর চোখ পরীক্ষা করে ৩৭ জন রুগীকে অপারেশনের জন্য সিলেক্ট করা হয়। এবং ২০০জন রুগীকে তৎক্ষনাৎ পাওয়ারের চশমা প্রদান করা হয়। প্রোগ্রাম শেষে অপারেশনের ৩৭ জন পুরুষ মহিলা রুগীকে বনবিথী -বনশ্রী এলাকার যুব সমাজ নিজ খরচ এবং তত্বাবধানে বি.এন.এস.বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অপারেশন এবং থাকা,খাওয়ার সকল ব্যবস্হা রয়েছে।

সবশেষে বনবিথী -বনশ্রী এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বি.এন.এস.বি এর সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের প্রতি,যারা এই মহতীকাজের সুন্দর আয়োজনের সুযোগ করে দিয়েছেন।

 

উপস্থিত হয়ে তদারকি এবং দিকনির্দেশনা প্রদান করেন, মোঃ ইউসুফ আলী,বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর বনশ্রী এলাকা। বাবুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী বনবিথী এলাকা,মুহিতুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বনবিথী এলাকা,নেছার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, বনবিথী এলাকা,আশরাফুল হক চৌধুরী (মোস্তাক) ও সুলতান মাহমুদ জুয়েল। ধন্যবাদ জানানো হয় এই মহতীকাজে যারা বনবিথী -বনশ্রী এলাকার দেশী ও প্রবাসী আর্থিকভাবে সহযোগীতা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বনবিথী এলাকার ফ্রী চক্ষু শিবির সম্পন্ন

আপডেট সময় ০৯:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

বনবিথী-বনশ্রী এলাকার যুব সমাজের উদ্যোগে এবং বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে শনিবার ৫মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফ্রি চক্ষু শিবিরের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

সর্বমোট ৪১০ জন রুগীর চোখ পরীক্ষা করে ৩৭ জন রুগীকে অপারেশনের জন্য সিলেক্ট করা হয়। এবং ২০০জন রুগীকে তৎক্ষনাৎ পাওয়ারের চশমা প্রদান করা হয়। প্রোগ্রাম শেষে অপারেশনের ৩৭ জন পুরুষ মহিলা রুগীকে বনবিথী -বনশ্রী এলাকার যুব সমাজ নিজ খরচ এবং তত্বাবধানে বি.এন.এস.বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অপারেশন এবং থাকা,খাওয়ার সকল ব্যবস্হা রয়েছে।

সবশেষে বনবিথী -বনশ্রী এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বি.এন.এস.বি এর সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের প্রতি,যারা এই মহতীকাজের সুন্দর আয়োজনের সুযোগ করে দিয়েছেন।

 

উপস্থিত হয়ে তদারকি এবং দিকনির্দেশনা প্রদান করেন, মোঃ ইউসুফ আলী,বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর বনশ্রী এলাকা। বাবুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী বনবিথী এলাকা,মুহিতুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বনবিথী এলাকা,নেছার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, বনবিথী এলাকা,আশরাফুল হক চৌধুরী (মোস্তাক) ও সুলতান মাহমুদ জুয়েল। ধন্যবাদ জানানো হয় এই মহতীকাজে যারা বনবিথী -বনশ্রী এলাকার দেশী ও প্রবাসী আর্থিকভাবে সহযোগীতা করেছেন।