ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পুলিশ সুপার মহোদয়ের রাজনগর থানা পরিদর্শন স্বর্ণা দাসকে ছাড়া প্রথম নববর্ষ; পরিবারকে বিজিবির সহায়তা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ প্রশিক্ষণ মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা গভীর রাতে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল গ্রে-ফ-তা-র আওয়ামী লীগের আমলে প্রান খুলে মানুষ নববর্ষ উদযাপন করতে পারে নাই জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন মহিলা আ. লীগ নেত্রী নাজমা গ্রে ফ তা র বজ্রাঘাতে রাখালের মৃত্যু

বন্ধ ফেসবুকে সক্রিয় প্রতিমন্ত্রী জুনাইদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ৫৩০ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ইন্টারনেট বন্ধ ছিল পাঁচ দিন। এরপর গত মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে।

অবশ্য সরকারি নির্দেশে বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ-মাধ্যমগুলো, বিশেষ করে ফেসবুক। বন্ধ ফেসবুকে অনেকেই ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম চালাতে দেখা গেছে।

সেই বন্ধ মাধ্যমেই সক্রিয় থাকতে দেখা গেছে একজন প্রতিমন্ত্রীকে। অবশ্য কেবল প্রতিমন্ত্রীই নন, সরকার-দল বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজও সক্রিয় রয়েছে এই বন্ধের সময়ে।

আজ শনিবার (২৭ জুলাই) বেলা পৌনে ১টা পর্যন্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, গত বুধবার থেকে তিনি একাধিক পোস্ট করছেন। এগুলোর কয়েকটিতে তিনি ক্যাপশনের পাশাপাশি ভিডিও শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সংবাদের নিউজ ও ভিডিও লিংক শেয়ার করেছেন।

আজ শনিবার, গতকাল শুক্রবার একাধিক পোস্ট করেছেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকের পোস্ট, বিভিন্ন গণমাধ্যমের পোস্ট শেয়ার করছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে ২৪ জুলাই প্রথম কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে দেওয়া প্রজ্ঞাপনের তথ্য নিয়ে ক্যাপশনসহ ছবি পোস্ট করা হয়েছে। এর আগে ১৮ জুলাই জাতীয় সংসদের টানেলে আইনমন্ত্রী আনিসুল হকের সংবাদ ব্রিফিংয়ের ছবিসহ সংবাদের তথ্য পোস্ট করেন তিনি।

দেশে ১৬ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেটে ফেসবুক ব্যবহারে বিঘ্ন ঘটার কথা জানান ব্যবহারকারীরা। ১৮ জুলাই থেকে সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। ২৩ জুলাই মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হলেও ফেসবুক বন্ধ রয়েছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বন্ধ ফেসবুকে সক্রিয় প্রতিমন্ত্রী জুনাইদ

আপডেট সময় ০২:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ইন্টারনেট বন্ধ ছিল পাঁচ দিন। এরপর গত মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে।

অবশ্য সরকারি নির্দেশে বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ-মাধ্যমগুলো, বিশেষ করে ফেসবুক। বন্ধ ফেসবুকে অনেকেই ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম চালাতে দেখা গেছে।

সেই বন্ধ মাধ্যমেই সক্রিয় থাকতে দেখা গেছে একজন প্রতিমন্ত্রীকে। অবশ্য কেবল প্রতিমন্ত্রীই নন, সরকার-দল বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজও সক্রিয় রয়েছে এই বন্ধের সময়ে।

আজ শনিবার (২৭ জুলাই) বেলা পৌনে ১টা পর্যন্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, গত বুধবার থেকে তিনি একাধিক পোস্ট করছেন। এগুলোর কয়েকটিতে তিনি ক্যাপশনের পাশাপাশি ভিডিও শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সংবাদের নিউজ ও ভিডিও লিংক শেয়ার করেছেন।

আজ শনিবার, গতকাল শুক্রবার একাধিক পোস্ট করেছেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকের পোস্ট, বিভিন্ন গণমাধ্যমের পোস্ট শেয়ার করছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে ২৪ জুলাই প্রথম কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে দেওয়া প্রজ্ঞাপনের তথ্য নিয়ে ক্যাপশনসহ ছবি পোস্ট করা হয়েছে। এর আগে ১৮ জুলাই জাতীয় সংসদের টানেলে আইনমন্ত্রী আনিসুল হকের সংবাদ ব্রিফিংয়ের ছবিসহ সংবাদের তথ্য পোস্ট করেন তিনি।

দেশে ১৬ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেটে ফেসবুক ব্যবহারে বিঘ্ন ঘটার কথা জানান ব্যবহারকারীরা। ১৮ জুলাই থেকে সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। ২৩ জুলাই মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হলেও ফেসবুক বন্ধ রয়েছে।