বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক “জেলা কর্মশালা-২০২৫”

- আপডেট সময় ১১:১৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সিলেট: আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক “জেলা কর্মশালা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগষ্ট) সকালে শহরের ধোপাদিঘীরপাড় এলাকার হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে এ কর্মশালার আয়োজন করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণঙ অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও অর্থনীতি) মো. হাবিবউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. রকিব উদ্দিন।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সিলেট অঞ্চল) ড. মো. মোনায়েমুর রহমান।
জেলা কর্মশালায় মৌলভীবাজার খামার বাড়ি অধিদপ্তরের উপপরিচালক মো জালাল উদ্দিন,উপজেলা কৃষি অফিসার এস,এম,নাগিব মাহফুজসহ বিভিন্ন জেলা ও উপজেলার কুষি অফিসার,সাংবাদিক,বিভিন্ন নার্সসারির মালিকগণ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, উৎপাদন বৃদ্ধির কৌশল ও আগামী অর্থবছরের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
