ব্রেকিং নিউজ
বিআরটিএ’র অভিযানে মৌলভীবাজারে জরিমানা

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ১০৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ঈদুল আজহার আগে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে মৌলভীবাজারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দূরপাল্লার বিভিন্ন বাসে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. সেলিম হাসান ও জেলা টাস্কফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমদ বলেন, “ঈদ উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :