বিএনপিই ভবিষ্যতে সরকারে গিয়ে কী করবে,দুইবছর আগেই সে রোডম্যাপ দিয়েছে- এম নাসের রহমান

- আপডেট সময় ০১:২৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ১০০ বার পড়া হয়েছে

প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসের রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে বিএনপি যতবারই সরকার পরিচালনা করেছে, ততবারই শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি এবং শিল্পে সবচেয়ে বেশি অবদান রেখেছে। আর গণমানুষের দল হিসেবে একমাত্র বিএনপিই ভবিষ্যতে সরকারে গিয়ে কী করবে সে রোডম্যাপ (পথ নকশা) দিয়েছে, আর কেউ কি তা দিয়েছে? বিএনপি দুই বছর আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে।
বিএনপির এই ৩১ দফা তুলে ধরে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
নাসের রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির ৩১ দফায় দেশ ও জাতির ভাগ্য উন্নয়নের কল্যাণ নিহিত রয়েছে,এই ৩১ দফা সাধারণ ভোটারসহ তরুণ ভোটারদের আগ্রহী করতে বিএনপির ৩১ দফা তুলে ধরবেন এবং বিএনপির পক্ষে জনমত গড়ে তুলবেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অতিথিদের নিয়ে কাউন্সিল অধিবেশন উদ্ভোধন করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ বদরুল আলম।
নাজিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক আরফান মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত,মো.ফখরুল ইসলাম,মুজিবুর রহমান মজনু,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ আয়াছ আহমদ।
এতে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সফিউর রহমান শফি,তোফায়েল আহমদ তুয়েল,কাজল মাহমুদ,মিলাদ হোসেন,মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি ইমরান আহমদ,চাঁদনীঘাট পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আমিন তরফদার,১২ নং গিয়াস নগর ইউনিয়ন বিএনপির সভাপতি রুমান আহমদ রানু ও সাধারণ সম্পাদক মীর শামীম আহমদ।
কাউন্সিল অধিবেশনের আগে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ বদরুল আলম। সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্ধীতা করেন।
ব্যালটের মাধ্যমে গোপন ভোটে সভাপতি পদে মো.আশরাফ উদ্দিন ২৩৪ ভোট পেয়ে নাজিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মুক্তার মিয়া পান ১২৭টি। সাধারণ সম্পাদক পদে ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন বদরুল ইসলাম মেদলা। তার নিকটতম প্রার্থী আফিকুর রহমান তার প্রাপ্ত ভোট ৯১টি।
সম্মেলনে মোট ভোটার ছিল-৪৫৯ টি, এর মধ্যে কাস্ট হয় ৩৬৫টি। সভাপতি পদে নষ্ট ব্যালট ৪টি এবং সাধারণ সম্পাদক পদে ৯টি ব্যালটপেপার বাতিল হয়।
দুই বুথে নির্বাচনের প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন জেলা বিএনপি নেতা মো.ফখরুল ইসলাম ও মুজিবুর রহমান মজনুসহ পোলিং এর দায়িত্বে ছিলেন,বিএনপি নেতা কাজল মাহমুদ,ইমরান আহমদ,আলীম হোসেন মীরু,মিলাদ হোসেন,জাহাঙ্গীর আলম ও শফিউর রহমান।
