ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চাঁদা নিতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫ শেখ মোঃ আতিকুর রহমানকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি আমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট রাষ্ট্র ফ‍্যাসিস্ট বাহিনীর বিরোধী মৌলভীবাজারে আহ্বায়ক নাহিদ ইসলাম দুই নম্বরি,বাটপারি করার চিন্তা থাকলে আগেই দল থেকে বের হয়ে যান,ধরা পড়লে কিন্তু খবর আছে- এম নাসের রহমান মৌলভীবাজারে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্তদের ছা*ত্রশিবিরের সংবর্ধনা এনসিপির নেতৃত্বে আগামীতে বাংলাদেশের ক্ষমতা জনগনের হাতে ফিরিয়ে দিবো জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে যে সকল ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা মিথ্যা জবানবন্দির বিরুদ্ধে রাতগাঁও গ্রামে মানববন্ধন মৌলভীবাজার পাহাড়ী টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সাবধান থাকতে বললেন সাবেক এমপি নাসের রহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ১৫৮ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন,আগামী কয়েক মাস- ডিসেম্বর পর্যন্ত খুববেশি একটা চড়াই উৎরাইয়ের মধ্যে দেশ যাবে। এজন্য তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের আরও সাবধান ও সজাগ থাকার আহবান জানিয়েছন।

তিনি বলেন, আগামী নির্বাচনে এই পতিত গণহত্যাকারী দল ফ্যাসিস্ট আওয়ামীলীগ আর থাকবে না। আমাদের প্রধান প্রতিদ্বন্ধী একটা দল হবে- সেটা জামায়াতে ইসলামী। আর জামায়াতে ইসলামীর সম্পর্কে দেশবাসী ভালো জানেন । তারা গোপনে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালায়। নির্বাচনী বৈতরণী পার হতে এসবে তাদের কোনো কাজ হবে না। কিন্তু এটা যেন বিএনপির নেতাকর্মীদের মনে না জাগে- বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করবে কার সাথে? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার বলেছেন,আগামী নির্বাচন অনেক কঠিন হবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, তখন অনেক কিছুই সামনে আসবে। এজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করে যেতে হবে।

 

নাসের রহমান বলেন, দেশর মানুষের কাছে গণ দুশমনে পরিণত হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ আজ হঠাৎ করে দেশ থেকে নাই হয়ে গেছে, গর্তে চলে গেছে। এগর্ত থেকে উঠে আগামী নির্বাচনে আর দাঁড়াতে পারবে না। এর পরবর্তী নির্বাচনেও গর্ত থেকে উঠে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না।

তিনি এনসিপি’র উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে বাচ্চাদের পার্টি কোনো বিষয়ই নয়। এদের শহরে ছিটেফোঁটা সমর্থন থাকলেও গ্রামাঞ্চলে বা মফস্বলে তাদের কোনো অস্তিত্বই নেই।

তবে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক করে বলেন- এজন্য বিএনপির নেতাকর্মীরা যেনো ওই আনন্দে না থাকি, যে জামায়াতে ইসলামী আছে আর কেউ নাই। সামনে নির্বাচন হঠাৎ করে অনেক কিছুই সামনে আসতে পারে।

নির্বাচন তারিখ নিয়ে নাসের রহমান বলেন, সব কিছু যদি ঠিক ঠাক থাকে এপ্রিল মাসের আগেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য সকলে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। দলের দেয়া ৩১ দফা ও বিএনপির ক্ষমতায় গেলে ১৮০ দিনের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে সকল শ্রেণী পেশার ভোটারদের আকৃষ্ট করতে হবে।

তিনি নিজ দলের জেলা কাউন্সিলকে ঘিরে বলেন, সারা জেলায় আমাদের দল পূনর্গঠনে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের কার্যক্রম পুরোদমে চলছে। বিভিন্ন উপজেলায় সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি সুন্দর ভাবে গঠন করা হচ্ছে। জেলা সস্মেলন জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও আশা করছি, আগামী জুলাই মাসের ভিতরে সব উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন হবে। এর পর কেন্দ্রের নির্দেশে জেলা কাউন্সিল জুলাইয়ের শেষের দিকে হতে পারে।

 

সোমবার (৯ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর গ্রামের বাড়িতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমানের আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সারা জেলার বিএনপির নেতাকর্মীদের ঢল নামে।

এতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ মুকিত,মো. ফখরুল ইসলাম,বকসি মিসবাহ উর রহমান,মুজিবুর রহমান মজনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ সহজেলা সদর ও বিভিন্ন উপজেলা – পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল,মহিলা দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন এবং নাসের রহমানকে ঘিরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক ভাবে ফটোসেশান করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত মন্ত্রীর কবর জিয়ারত শেষে দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। এর পর সকল নেতাকর্মীদের মাঝে বিরানীর খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সাবধান থাকতে বললেন সাবেক এমপি নাসের রহমান

আপডেট সময় ১২:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন,আগামী কয়েক মাস- ডিসেম্বর পর্যন্ত খুববেশি একটা চড়াই উৎরাইয়ের মধ্যে দেশ যাবে। এজন্য তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের আরও সাবধান ও সজাগ থাকার আহবান জানিয়েছন।

তিনি বলেন, আগামী নির্বাচনে এই পতিত গণহত্যাকারী দল ফ্যাসিস্ট আওয়ামীলীগ আর থাকবে না। আমাদের প্রধান প্রতিদ্বন্ধী একটা দল হবে- সেটা জামায়াতে ইসলামী। আর জামায়াতে ইসলামীর সম্পর্কে দেশবাসী ভালো জানেন । তারা গোপনে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালায়। নির্বাচনী বৈতরণী পার হতে এসবে তাদের কোনো কাজ হবে না। কিন্তু এটা যেন বিএনপির নেতাকর্মীদের মনে না জাগে- বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করবে কার সাথে? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার বলেছেন,আগামী নির্বাচন অনেক কঠিন হবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, তখন অনেক কিছুই সামনে আসবে। এজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করে যেতে হবে।

 

নাসের রহমান বলেন, দেশর মানুষের কাছে গণ দুশমনে পরিণত হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ আজ হঠাৎ করে দেশ থেকে নাই হয়ে গেছে, গর্তে চলে গেছে। এগর্ত থেকে উঠে আগামী নির্বাচনে আর দাঁড়াতে পারবে না। এর পরবর্তী নির্বাচনেও গর্ত থেকে উঠে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না।

তিনি এনসিপি’র উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে বাচ্চাদের পার্টি কোনো বিষয়ই নয়। এদের শহরে ছিটেফোঁটা সমর্থন থাকলেও গ্রামাঞ্চলে বা মফস্বলে তাদের কোনো অস্তিত্বই নেই।

তবে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক করে বলেন- এজন্য বিএনপির নেতাকর্মীরা যেনো ওই আনন্দে না থাকি, যে জামায়াতে ইসলামী আছে আর কেউ নাই। সামনে নির্বাচন হঠাৎ করে অনেক কিছুই সামনে আসতে পারে।

নির্বাচন তারিখ নিয়ে নাসের রহমান বলেন, সব কিছু যদি ঠিক ঠাক থাকে এপ্রিল মাসের আগেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য সকলে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। দলের দেয়া ৩১ দফা ও বিএনপির ক্ষমতায় গেলে ১৮০ দিনের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে সকল শ্রেণী পেশার ভোটারদের আকৃষ্ট করতে হবে।

তিনি নিজ দলের জেলা কাউন্সিলকে ঘিরে বলেন, সারা জেলায় আমাদের দল পূনর্গঠনে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের কার্যক্রম পুরোদমে চলছে। বিভিন্ন উপজেলায় সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি সুন্দর ভাবে গঠন করা হচ্ছে। জেলা সস্মেলন জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও আশা করছি, আগামী জুলাই মাসের ভিতরে সব উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন হবে। এর পর কেন্দ্রের নির্দেশে জেলা কাউন্সিল জুলাইয়ের শেষের দিকে হতে পারে।

 

সোমবার (৯ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর গ্রামের বাড়িতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমানের আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সারা জেলার বিএনপির নেতাকর্মীদের ঢল নামে।

এতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ মুকিত,মো. ফখরুল ইসলাম,বকসি মিসবাহ উর রহমান,মুজিবুর রহমান মজনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ সহজেলা সদর ও বিভিন্ন উপজেলা – পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল,মহিলা দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন এবং নাসের রহমানকে ঘিরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক ভাবে ফটোসেশান করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত মন্ত্রীর কবর জিয়ারত শেষে দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। এর পর সকল নেতাকর্মীদের মাঝে বিরানীর খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।