ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপির নেতারা কে কোথায় ঈদ করছেন?

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • / ৩৬৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  ঈদুল ফিতরে ঢাকায় থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ঈদের দিন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তারা। গুলশানে খালেদা জিয়ার বাসভবনে সন্ধ্যার পর শীর্ষ নেতারা দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে যাবেন। তখনই তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করবেন। দলের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ঈদের দিন ঢাকায় থাকবেন। এছাড়া ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী তাদের নির্বাচনী এলাকায় ঈদ করবেন।

তিনি আরও বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উত্তরার একটি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের নামাজের পরপরই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে যাবেন শীর্ষ নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক যুগেরও বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথী ও তার দুই মেয়েও ঈদ করবেন লন্ডনে।

এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতে। অনুপ্রবেশের দায়ে সেখানে তার বিরুদ্ধে মামলা চলছে। তিনি জামিনে থাকলেও (ভারত) দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাঁকে এবারও সেখানে ঈদ করতে হচ্ছে।

ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শাহজাহান ওমর ও শামসুজ্জামান দুদু তাদের নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ পড়বেন বলে জানা গেছে।

উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, তাহসীনা রুশদীর লুনা, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মজিবুর রহমান সরোয়ার ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তাদের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।

বিএনপির দলীয় ছয়জন এমপির মধ্যে পাঁচ জন নিজ নিজ এলাকায় ঈদ করবেন। তবে সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ঈদের দিন ঢাকায় থাকবেন

দৈনিক আমার সংবাদ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপির নেতারা কে কোথায় ঈদ করছেন?

আপডেট সময় ০৫:৩৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২

মৌলভীবাজার২৪ ডেস্ক:  ঈদুল ফিতরে ঢাকায় থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ঈদের দিন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তারা। গুলশানে খালেদা জিয়ার বাসভবনে সন্ধ্যার পর শীর্ষ নেতারা দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে যাবেন। তখনই তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করবেন। দলের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ঈদের দিন ঢাকায় থাকবেন। এছাড়া ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী তাদের নির্বাচনী এলাকায় ঈদ করবেন।

তিনি আরও বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উত্তরার একটি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের নামাজের পরপরই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে যাবেন শীর্ষ নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক যুগেরও বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথী ও তার দুই মেয়েও ঈদ করবেন লন্ডনে।

এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতে। অনুপ্রবেশের দায়ে সেখানে তার বিরুদ্ধে মামলা চলছে। তিনি জামিনে থাকলেও (ভারত) দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাঁকে এবারও সেখানে ঈদ করতে হচ্ছে।

ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শাহজাহান ওমর ও শামসুজ্জামান দুদু তাদের নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ পড়বেন বলে জানা গেছে।

উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, তাহসীনা রুশদীর লুনা, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মজিবুর রহমান সরোয়ার ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তাদের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।

বিএনপির দলীয় ছয়জন এমপির মধ্যে পাঁচ জন নিজ নিজ এলাকায় ঈদ করবেন। তবে সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ঈদের দিন ঢাকায় থাকবেন

দৈনিক আমার সংবাদ