বিএনপি জনগণকে সাথে নিয়ে গনতন্ত্র ফিরিয়ে দিতে চায়: বকসী মিছবাহ উর রহমান
- আপডেট সময় ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৯২ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি :
মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতি-লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেই ক্ষান্ত হয়নি। এখন তারা কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা ধ্বংসের চক্রান্তে নেমেছে। বিএনপি জনগণ কে সাথে নিয়ে গনতন্ত্র ভোটাধিকার দেশের মালিকানা ফিরিয়ে দিতে এবং বিদ্যুৎ গ্যাস চাল ডাল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতিসহ জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে ১০ দফা দাবিতে আন্দোলন করছে। বিএনপি আন্দোলন সফল করে আওয়ামী দুঃশাসনের ভঙ্গুর রাস্ট্র কাঠামো মেরামতের জন্য ২৭ দফার প্রস্তাব দিয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালার বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশ বর্তমানে কঠিন দুঃসময় পার করছে। ভোটারবিহীন নিশীরাতের এই আওয়ামী সরকারের হাতে সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। মাথায় ৯০ হাজার টাকার ঋণ নিয়ে একটা শিশু জন্মগ্রহণ করছে।
বকসি মিছবাউর রহমান বলেন, ‘চুরি-চামারি করে দেশটাকে শেষ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকজন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে লুটপাট করে ফেলেছে।
উন্নয়নের নামে দেশটাকে পঙ্গু করে দিয়েছে। পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ দেশের মানুষকে গৃহযুদ্ধের পথে ঢেলে দিতে চায়। ’
বিএনপির ওই নেতা বলেন, ‘আওয়ামী স্বৈরাচার সরকারকে বিদায় জানাত মানুষ রাজপথে নেমে এসেছে। ১৯ দিনের ব্যাবধানে বিদ্যুতের দাম দুই দফায় বাড়িয়েছে যারা তারা জনগণের সরকার হতে পারে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া আগামী সংসদ নির্বাচন জনগণ মেনে নেবে না। ’
ইউনিয়ন বিএনপির সহসভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে পদযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পদযাত্রাটি কালার বাজার হতে নবীনগর,দীশালোক,বৈরিদলন হয়ে সিংকাপন চৌমুহনীতে গিয়ে পৌছায়। সেখানে পথ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মো.ইদ্রিস আলী,জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শামীম জাফর।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা মহসিন চৌধুরী, তাওহীদ ইসলাম, লোকমান মিয়া,আব্দুল্লাহ মিয়া,জুবেল খান,আব্দুল মন্নাফ,মখলিছুর রহমান, ফৈরাজুল ইসলাম, মো.কদ্দুস মিয়া ও মো.জামাল মিয়া।