বিএনপি নেতা মিজানুর রহমান নিজামের ১ম মৃত্যু বার্ষিকী পালিত
- আপডেট সময় ১০:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৪৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বৈরাচারীনি পতনের আন্দোলনের বীর সৈনিক মরহুম মিজানুর রহমান নিজামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব এম এ মুকিত,সহ সভাপতি আশিক মোসাররফ,সহ সভাপতি মো.হেলু মিয়া,প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু।
স্মরণ সভায় বক্তারা সদাহাস্যোজ্বল কর্মীবান্ধব প্রিয় নেতা মরহুম মিজানুর রহমান নিজামের রাজনৈতিক জীবনের কর্মকান্ড তুলে ধরেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
সভা পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ। এছাড়াও স্মরণ সভায় জেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।