বিএসএফের গু লিতে নি হ ত – ১

- আপডেট সময় ০৭:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ২৪৮ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ ওই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে প্রদীপ বৈদ্য (২৬)।
বিজিবি সূত্রে জানা যায়, প্রদীপ বৈদ্য দত্তগ্রাম সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার কৈলাশহর থানাধীন রাজবাড়ি গ্রামের দেইপুর এলাকায় প্রবেশ করলে বিএসএফের গুলিতে নিহত হন। পরে তার মরদেহ কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার মরদেহ সেখানেই রয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এস.এম জাকারিয়া বলেন, ‘ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। লাশ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘প্রদীপ কীভাবে ভারতের ভেতরে প্রবেশ করলেন এবং কী পরিস্থিতিতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
