ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে জামায়াতের বিশাল গণ মিছিল। ফ্যাসিস্টদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল আজ বিশ্ব পলায়ন দিবস, এই পলায়ন দিবসের হউক সুশাসন,গনতন্ত্র ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার সদস্য সচিব – আব্দুর রহিম রিপন বিচার, সংস্কার,নির্বাচন এক সাথে চলবে” জেলা বিএনপির আহবায়ক – ময়ূন মৌলভীবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা যথাযেগ্য মর্যাদায় মৌলভীবাজারে ৩৬ জুলাই পালিত রাজনগর শ্বা/স/রো/ধে হ/ত্যা স্বাভাবিক মৃ/ত্যু ভেবে অ প মৃ ত্যু মামলা, ময়নাতদন্তে রহস্য উদঘাটন, গ্রেফতার – ১ NRB BANK PLC এর ১২ তম বর্ষপূর্তী শ্রীমঙ্গল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -২

বিকাশ হ্যাকারদের কবলে কলেজ ছাত্রী কুলসুম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / ৬৮২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ  বিকাশ হ্যাকারদের কবলে পড়েছেন উম্মে কুলসুম (উর্মি)। ৭ লাখ টাকার অফার দিয়ে ১ লাখ  ৬৫ হাজার টাকা হাতিয়ে নিলেন বিকাশ হ্যাকাররা।
সোমবার এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের পালপাড়া মোড়ে।
উর্মির চাচা আব্দুল গাফফার বলেন,আমার ভাই শিহাব হোসেন ঢাকায় মীরপুর ১২ নাম্বারে থাকেন। সে গার্মেন্টর্সে স্লায়ারের কাজ করেন। সংসার খরচের জন্য সে রফিকুল ইসলামের বিকাশে টাকা পাঠিয়ে থাকেন।
সোমবার ৭ শ টাকা পাঠান, তাঁর মেয়ের নাম্বারে। ওই সময় হ্যাকারদের নজরে পড়ে ওই নাম্বারটা। কিছুক্ষন পরে তারা উর্মিকে ফোন দিয়ে বলেন,কিছু টাকা না ঢোকালে, তোমার বিকাশ নাম্বার বন্ধ করে দেয়া হবে। এরপর উর্মিকে ৭ লাখ  অফার দেন হ্যাকাররা।
পরে ৬ টি নাম্বার দেন হ্যাকাররা উর্মিকে। এরপর উর্মি তাঁর কাছে থাকা ব্যাগ দেখান বিকাশ এজেন্টকে। বলেন ব্যাগে টাকা আছে, কোন চিন্তা নাই আপনি টাকা পাঠান। এভাবে ওইসব নাম্বারের মাধ্যমে  ১ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেন তারা।
যার মধ্যে রয়েছে 01893689258,01833497884,01855656030,01773716767,01615646702,01966592137।
এদিকে এজেন্ট রফিকুলের মোবাইলে ব্যালান্স বেশি না থাকায়, সে কোটচাঁদপুর গরুর হাটের বিকাশ এজেন্ট জুয়েলের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় জুয়েল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে ওই টাকা দেন নাম্বারগুলোয়।
এ ব্যাপারে বিকাশ এজেন্ট রফিকুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে আরেক এজেন্ট জুয়েল বলেন দীর্ঘদিন ধরে এভাবে রফিকুলের সঙ্গে তাঁর টাকার লেনদেন হয়। সোমবার সে টাকা মোবাইলে দিয়ে, তাঁর দোকান থেকে টাকাটা আনতে বলেন। উর্মি কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের শিহাব হোসেনের মেয়ে। সে কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী বলে জানা গেছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় জিডি করেছেন। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) নাজিবুল হক বলেন, ওই ঘটনায় থানায় জিডি করেছেন উম্মে কুলসুম। যার নাম্বার-৬৪৫,তারিখ -১৪-১১-২২।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিকাশ হ্যাকারদের কবলে কলেজ ছাত্রী কুলসুম

আপডেট সময় ০৫:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
বিশেষ প্রতিনিধিঃ  বিকাশ হ্যাকারদের কবলে পড়েছেন উম্মে কুলসুম (উর্মি)। ৭ লাখ টাকার অফার দিয়ে ১ লাখ  ৬৫ হাজার টাকা হাতিয়ে নিলেন বিকাশ হ্যাকাররা।
সোমবার এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের পালপাড়া মোড়ে।
উর্মির চাচা আব্দুল গাফফার বলেন,আমার ভাই শিহাব হোসেন ঢাকায় মীরপুর ১২ নাম্বারে থাকেন। সে গার্মেন্টর্সে স্লায়ারের কাজ করেন। সংসার খরচের জন্য সে রফিকুল ইসলামের বিকাশে টাকা পাঠিয়ে থাকেন।
সোমবার ৭ শ টাকা পাঠান, তাঁর মেয়ের নাম্বারে। ওই সময় হ্যাকারদের নজরে পড়ে ওই নাম্বারটা। কিছুক্ষন পরে তারা উর্মিকে ফোন দিয়ে বলেন,কিছু টাকা না ঢোকালে, তোমার বিকাশ নাম্বার বন্ধ করে দেয়া হবে। এরপর উর্মিকে ৭ লাখ  অফার দেন হ্যাকাররা।
পরে ৬ টি নাম্বার দেন হ্যাকাররা উর্মিকে। এরপর উর্মি তাঁর কাছে থাকা ব্যাগ দেখান বিকাশ এজেন্টকে। বলেন ব্যাগে টাকা আছে, কোন চিন্তা নাই আপনি টাকা পাঠান। এভাবে ওইসব নাম্বারের মাধ্যমে  ১ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেন তারা।
যার মধ্যে রয়েছে 01893689258,01833497884,01855656030,01773716767,01615646702,01966592137।
এদিকে এজেন্ট রফিকুলের মোবাইলে ব্যালান্স বেশি না থাকায়, সে কোটচাঁদপুর গরুর হাটের বিকাশ এজেন্ট জুয়েলের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় জুয়েল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে ওই টাকা দেন নাম্বারগুলোয়।
এ ব্যাপারে বিকাশ এজেন্ট রফিকুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে আরেক এজেন্ট জুয়েল বলেন দীর্ঘদিন ধরে এভাবে রফিকুলের সঙ্গে তাঁর টাকার লেনদেন হয়। সোমবার সে টাকা মোবাইলে দিয়ে, তাঁর দোকান থেকে টাকাটা আনতে বলেন। উর্মি কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের শিহাব হোসেনের মেয়ে। সে কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী বলে জানা গেছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় জিডি করেছেন। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) নাজিবুল হক বলেন, ওই ঘটনায় থানায় জিডি করেছেন উম্মে কুলসুম। যার নাম্বার-৬৪৫,তারিখ -১৪-১১-২২।