বিনিয়োগকারীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান
- আপডেট সময় ১১:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ৩২৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে বিনিয়োগকারীদের নিয়ে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এই বছরেও এমটিবি সিকিউরিটিস লিমিটেড মৌলভীবাজার ডিজিটাল বুথ এর আয়োজনে বিনিয়োগকারীদের নিয়ে সচেতনতার লক্ষে দ্বিতীয় বারের মতো এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর ২০২৩) দুপুরে, শহরের এম সাইফুর রহমান রোডস্থ আর-কে কমপ্লেক্স এর তৃতীয় তলায়, এমটিবি সিকিউরিটিস লিমিটেড, মৌলভীবাজার ডিজিটাল বুথের অফিসে জেলার বিনিয়োগকারীদের নিয়ে চলতি বছরে দ্বিতীয় বারের মতো সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সিলেট ব্রাঞ্চের ম্যানেজার মো: আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাফকাত আহমেদ, ডিসিও এমটিবি সিকিউরিটিস লিমিটেড, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইদুল হাসান সজিব, এমটিবি সিকিউরিটিস কোর্পোরেট হেড অফিস ঢাকা।
এছাড়াও উপস্থিত ছিলেন এমটিবি সিকিউরিটিস মৌলভীবাজার ডিজিটাল বুথের ম্যানেজার, মো: আসাদুজ্জামান তুহিন ও অথরাইজ, মো: ওয়াসিম মিয়া সহ এমটিবি সিকিউরিটিস হাউজের সকল কর্মকর্তা ও বিনিয়োগকারীরা।
অনুষ্ঠানে অতিথিরা বিনিয়োগকারীদের উদ্যেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও বিনিয়োগকারীরা তাদের মতামত প্রকাশ করেন।
পরিশেষে উপস্থিত বিনিয়োগকারীদের নিয়ে মধ্যান্ন ভোজের আয়োজন করে এমটিবি সিকিউরিটিস লিমিটেড মৌলভীবাজার ডিজিটাল বুথ।