বিনোদন জগতের যে তারকারা চাইলেন আওয়ামী লীগের মনোনয়ন
- আপডেট সময় ১১:২১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ৬৭৮ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের চেষ্টায় রয়েছেন ক্রিকেটার, ব্যবসায়ী, অভিনেতা-অভিনেত্রী, সাবেক আমলা, সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা, চিকিৎসক, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষকসহ প্রায় সব পেশার ব্যক্তিরা।
গতকাল মঙ্গলবার ছিল ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতি আসনের বিপরীতে আগ্রহীর সংখ্যা দাঁড়িয়েছে গড়ে ১১।
আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের প্রথম সভা বসবে। বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্রিকেট ও বিনোদন জগতের একঝাঁক তারকা এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজেই ফরম জমা দেন। সাকিব ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসন থেকে মনোনয়ন চেয়েছেন। তিনটি ফরমই তিনি গতকাল জমা দিয়েছেন।
বিনোদন জগতের তারকাদের মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), শামসুন্নাহার শিমলা (ঝিনাইদহ-১), নায়ক মাসুদ পারভেজ রুবেল (বরিশাল-৩), অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী (ফেনী-৩), অভিনেতা ড্যানি সিডাক (ঢাকা-১০) ও সিদ্দিকুর রহমান (ঢাকা ১৭ ও টাঙ্গাইল-১), শাকিল খান (বাগেরহাট-৩), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বরেণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর (নীলফামারী-২) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।
বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ জনপ্রিয় দল। যেকোনো পেশার মানুষের মনোনয়ন পাওয়ার আগ্রহ থাকতে পারে। তবে জনপ্রিয় ব্যক্তিকেই দল মনোনয়ন দেবে।