ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিপাতে চায়ের জন্য সুফল বাগান মালিক ও চা সংশ্লিষ্টরা খুশি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / ৫১৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারসহ সিলেট বিভাগের প্রতিটি জেলায় বৃষ্টিপাত হয়েছে। চলতি মৌসুমে বৃষ্টিপাতে চায়ের জন্য সুফল বয়ে এনেছে।বিশেষ করে পুনিং (আগাছাঁটাই) করা চা গাছে দ্রুত গজাতে শুরু করবে কুঁড়ি। প্রথম বৃষ্টিপাতে চায়ের জন্য সুফল বয়ে এনেছে। এতে বাগান মালিক ও চা সংশ্লিষ্টরা খুশি।

সোমবার (২০ মার্চ) সকালে প্রচুর বৃষ্টিপাত হয়। তাছাড়া রোববার (১৯ মার্চ) সিলেটে বৃষ্টি হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ চা শিল্পাঞ্চলে রোববার সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত তিন দফায় ১৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস জানান, রোববার সকাল ৭ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন দফায় ১৫.৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৩ নটিক্যালমাইল অর্থাৎ ৫.৫৬ কিলোমিটার। সকাল ৬ টা ও দুপুর ১২ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আজ সোমবার  সকালে বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সোমবার (২০ মার্চ) সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম বলেন, বৃষ্টিপাত হওয়াতে চা শিল্পের জন্য সুফল বয়ে এনেছে। বৃষ্টি হওয়ায় এখন চা গাছে দ্রুত নতুন কুঁড়ি চলে আসবে। টিপিং দ্রুত হবে। এরপর প্লাকিংও শুরু হবে। আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষ্যে মাত্রার ওপরে চা উৎপাদন হবে বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৃষ্টিপাতে চায়ের জন্য সুফল বাগান মালিক ও চা সংশ্লিষ্টরা খুশি

আপডেট সময় ০৬:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারসহ সিলেট বিভাগের প্রতিটি জেলায় বৃষ্টিপাত হয়েছে। চলতি মৌসুমে বৃষ্টিপাতে চায়ের জন্য সুফল বয়ে এনেছে।বিশেষ করে পুনিং (আগাছাঁটাই) করা চা গাছে দ্রুত গজাতে শুরু করবে কুঁড়ি। প্রথম বৃষ্টিপাতে চায়ের জন্য সুফল বয়ে এনেছে। এতে বাগান মালিক ও চা সংশ্লিষ্টরা খুশি।

সোমবার (২০ মার্চ) সকালে প্রচুর বৃষ্টিপাত হয়। তাছাড়া রোববার (১৯ মার্চ) সিলেটে বৃষ্টি হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ চা শিল্পাঞ্চলে রোববার সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত তিন দফায় ১৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস জানান, রোববার সকাল ৭ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন দফায় ১৫.৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৩ নটিক্যালমাইল অর্থাৎ ৫.৫৬ কিলোমিটার। সকাল ৬ টা ও দুপুর ১২ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আজ সোমবার  সকালে বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সোমবার (২০ মার্চ) সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম বলেন, বৃষ্টিপাত হওয়াতে চা শিল্পের জন্য সুফল বয়ে এনেছে। বৃষ্টি হওয়ায় এখন চা গাছে দ্রুত নতুন কুঁড়ি চলে আসবে। টিপিং দ্রুত হবে। এরপর প্লাকিংও শুরু হবে। আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষ্যে মাত্রার ওপরে চা উৎপাদন হবে বলে তিনি জানান।