বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের নিয়ে পরামর্শ সভা
- আপডেট সময় ০৯:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের নিয়ে আস্থা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ২ টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের নিয়ে আস্থা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
আস্থা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশেন করেন আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক।
সভায় মুক্ত আলোচনা পর্বে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার লাবনী,জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা নাগরিক প্লার্টফর্মের আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম মুহিব,নাগরিক প্লার্টফর্মের উপদেষ্টা জসীম উদ্দিন মাসুদ , প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, ম্যাক বাংলাদেশের প্রধান নির্বাহী এস এ হামিদ, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসান, কমলগঞ্জ উপজেলা যুব ফোরামের আহবায়ক জিয়ানা মাদ্রাজি, শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ আফজাল হোসাইন, কুলাউড়া যুব ফোরামের আহবায়ক রিমা বেগম,সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক দিপলু পাল দ্বীপ, সদর উপজেলা যুব ফোরামের সদস্য ফাতেমা জান্নাত রিয়া। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের রিপোর্টিং ও মনিটরিং অফিসার আয়শা আক্তার রুমানা, জেলা সমন্বয়কারী শিহাবুল ইসলাম খাঁন , ফিল্ড অফিসার সিপন দেব সহ জেলা নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন আসন্ন নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীকে তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ প্রচারাভিযানে আস্থা যুবফোরাম এর সদস্যদের কাজে লাগাবে।
















