ব্যবসায়ী রুবেল হত্যায় দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

- আপডেট সময় ০৬:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১২৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার শহরের শাহ ফয়জুর রহমান রুবেল নামক এক ব্যবসায়ী ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর সদস্য-কে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে/হত্যা করেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান “দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি” এর সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী ও চেম্বার পরিচালক পরিষদবৃন্দ।
জানা গেছে, বৃহষ্পতিবার সন্ধ্যার পর শহরের শমসেরনগর রোডে, ভিকটিম এর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। শাহ ফয়জুর রহমান রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ সদাইপাতি (এফ রহমান ট্রেডিং) নামক দোকানের স্বত্ত্বাধিকারী।
ব্যবসায়ীর উপর এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
