ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টা বার্ষিকী পালিত স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মৌলভীবাজারে মহিলা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে প্রবেশ পথে বাঁধা,মব সৃষ্টির অভিযোগ জাতীয় ইমাম সমিতি একাটুনা ইউনিয়ন আহবায়ক কমিটি গঠিত শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্ধিত সভা দল পুনর্গঠনে জেলা নেতাদের কঠোর বার্তা কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন বিএনএসবি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ডা:ছাদিক আহমদ মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হ/ত্যা/কা/ণ্ডে/র ঘটনায় মূল আসামি গ্রে/প্তা/র,আলামত উদ্ধার হাজীপুরে জব্দ করা ১৩ কোটি টাকার বালু প্রকাশ্য নিলাম স্থগিত

ভারতের আগরতলায় কবি সম্মেলনে বাংলাদেশ আসাম ও ত্রিপুরার কবিরা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / ৫৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ভারতের আগরতলায় কবি সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশ আসাম ও ত্রিপুরার কবিরা।অতিথিদের হাত ধরে উন্মোচিত হলো বাংলাদের অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব( স্বপ্নীল) এর পদ্মাসেতু গ্রন্থ ও অন্যান্য কবিদের কাব্য গ্রন্থ।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো জমজমাট কবি সম্মেলন। বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক স্তরের এই কবি সম্মেলনের পরিচালনায় ছিলেন কবিমঞ্চের আগরতলা শাখার সম্পাদিকা কবি- সাংবাদিক সুমিতা বর্ধন।

বিশিষ্ট শিক্ষাবিদ কবি নিয়তি রায় বর্মনের পৌরহিত্যে ১৭ জুলাই রবিবার অনুষ্টানের শুরুতেই সম্মানিত করা হয় বাংলাদেশ ও আসাম থেকে আগত আমন্ত্রিত কবিদের।

এদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ ইউনুস, কবি সাংবাদিক বাংলাদেশ। তাপস কর্মকার, কবি গবেষক, আবৃত্তিকার, বাংলাদেশ। আমির হুসেইন, কথাসাহিত্যিক,কবি, লেখক, বাংলাদেশ। কবি সাংবাদিক তাপস পাল, করিমগঞ্জ, আসাম। কবি মধুমঙ্গল সিনহা, ধর্মনগর, ত্রিপুরা। বীথিকা চৌধুরী, কবি- প্রাবন্ধিক, ত্রিপুরা। মায়া মুখার্জি, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ত্রিপুরা। পুলক কান্তি ধর, আহ্বায়ক, বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ। অতিথি বৃন্দের হাত ধরে এদিনের অনুষ্ঠানে উন্মুচিত হলো সুমিতা বর্ধনের সম্পাদনায় কবিমঞ্চের মুখপত্র কবিতা কুঞ্জ ও সাহিত্য পত্র সুমিতা। পাশাপাশি আমন্ত্রিত কবি মধুমঙ্গল সিনহার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার উনিশ তম কাব্যগ্রন্থ মেয়েকর ছেয়াৎ বইটি ও উন্মোচন করা হয় অনুষ্ঠানে ।

উল্লেখ্য যে বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ডাঃ আল মাহতাব ( স্বপ্নীল) এর পদ্মাসেতু গ্রন্থটির এদিন শুভ মোড়ক উন্মুচন করা হয় এই অনুষ্টানের আমন্ত্রিত কবি সাহিত্যিকএর হাত ধরে। এর পর শুরু হয় অনুষ্ঠানে কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর। পাশাপাশি ছিল আবৃত্তি শিল্পী ও সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্থানীয় কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন সুধীন দাসগুপ্ত, রূপসী দাস,রত্নপ্রভা গাঙ্গুলি, পায়েল দেব, দীপশি দে,সঙ্গীত শীল, অনুপ দেবনাথ,শ্যামল দে,মৌসুমি কর, সুচিত্রা দাস।

আবৃত্তি পরিবেশন করেন পার্থসারথী চক্রবর্তী, সাওলি রায়, মুজাহিদ রহমান,।

সঙ্গীত পরিবেশন করে জিরনিয়া সাংস্কৃতিক সংস্থা, কৃষ্টি বন্ধন সাংস্কৃতিক সংস্থা, সঙ্গীতারতি সঙ্গীত শিক্ষা কেন্দ্র, জয়জয়ন্তী কলা কেন্দ্র। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করে প্রশংশিত হন সুশীল দে। সঞ্চালক নন্দিতা ভট্টাচার্য এদিনের অনুষ্টানের সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভারতের আগরতলায় কবি সম্মেলনে বাংলাদেশ আসাম ও ত্রিপুরার কবিরা

আপডেট সময় ০৮:৫৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

বিশেষ প্রতিনিধি: ভারতের আগরতলায় কবি সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশ আসাম ও ত্রিপুরার কবিরা।অতিথিদের হাত ধরে উন্মোচিত হলো বাংলাদের অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব( স্বপ্নীল) এর পদ্মাসেতু গ্রন্থ ও অন্যান্য কবিদের কাব্য গ্রন্থ।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো জমজমাট কবি সম্মেলন। বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক স্তরের এই কবি সম্মেলনের পরিচালনায় ছিলেন কবিমঞ্চের আগরতলা শাখার সম্পাদিকা কবি- সাংবাদিক সুমিতা বর্ধন।

বিশিষ্ট শিক্ষাবিদ কবি নিয়তি রায় বর্মনের পৌরহিত্যে ১৭ জুলাই রবিবার অনুষ্টানের শুরুতেই সম্মানিত করা হয় বাংলাদেশ ও আসাম থেকে আগত আমন্ত্রিত কবিদের।

এদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ ইউনুস, কবি সাংবাদিক বাংলাদেশ। তাপস কর্মকার, কবি গবেষক, আবৃত্তিকার, বাংলাদেশ। আমির হুসেইন, কথাসাহিত্যিক,কবি, লেখক, বাংলাদেশ। কবি সাংবাদিক তাপস পাল, করিমগঞ্জ, আসাম। কবি মধুমঙ্গল সিনহা, ধর্মনগর, ত্রিপুরা। বীথিকা চৌধুরী, কবি- প্রাবন্ধিক, ত্রিপুরা। মায়া মুখার্জি, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ত্রিপুরা। পুলক কান্তি ধর, আহ্বায়ক, বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ। অতিথি বৃন্দের হাত ধরে এদিনের অনুষ্ঠানে উন্মুচিত হলো সুমিতা বর্ধনের সম্পাদনায় কবিমঞ্চের মুখপত্র কবিতা কুঞ্জ ও সাহিত্য পত্র সুমিতা। পাশাপাশি আমন্ত্রিত কবি মধুমঙ্গল সিনহার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার উনিশ তম কাব্যগ্রন্থ মেয়েকর ছেয়াৎ বইটি ও উন্মোচন করা হয় অনুষ্ঠানে ।

উল্লেখ্য যে বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ডাঃ আল মাহতাব ( স্বপ্নীল) এর পদ্মাসেতু গ্রন্থটির এদিন শুভ মোড়ক উন্মুচন করা হয় এই অনুষ্টানের আমন্ত্রিত কবি সাহিত্যিকএর হাত ধরে। এর পর শুরু হয় অনুষ্ঠানে কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর। পাশাপাশি ছিল আবৃত্তি শিল্পী ও সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্থানীয় কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন সুধীন দাসগুপ্ত, রূপসী দাস,রত্নপ্রভা গাঙ্গুলি, পায়েল দেব, দীপশি দে,সঙ্গীত শীল, অনুপ দেবনাথ,শ্যামল দে,মৌসুমি কর, সুচিত্রা দাস।

আবৃত্তি পরিবেশন করেন পার্থসারথী চক্রবর্তী, সাওলি রায়, মুজাহিদ রহমান,।

সঙ্গীত পরিবেশন করে জিরনিয়া সাংস্কৃতিক সংস্থা, কৃষ্টি বন্ধন সাংস্কৃতিক সংস্থা, সঙ্গীতারতি সঙ্গীত শিক্ষা কেন্দ্র, জয়জয়ন্তী কলা কেন্দ্র। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করে প্রশংশিত হন সুশীল দে। সঞ্চালক নন্দিতা ভট্টাচার্য এদিনের অনুষ্টানের সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়।