ভূমি দখল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ ভূমিদস্য সাজ্জাদুর রহমান জিতু কর্তৃক গীর্জা পাড়া নিবাসী মৃত সৈয়দ মদচ্ছির আহমদ-এর ভুয়া উত্তরাধিকারী সেজে জাল সনদ ও দলিল তৈরি করে ভূমি দখল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে, তার দৃষ্টানতমূলক শাস্তি দাবিতে ও সাজ্জাদুর রহমান জিতুর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে প্রেসক্লাবে সম্মেলন করেন ভুক্তভোগীর।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগ লিখিত অভিযোগে সৈয়দা আক্তার বেগম জানান,আমি একজন বয়োবৃদ্ধ মহিলা। আমি দীর্ঘদিন যাবৎ ইংল্যান্ড প্রবাসী। আমার স্বামীর নাম সৈয়দ মদচ্ছির আহমদ। তিনি দীর্ঘদিন ইংল্যান্ডে বসবাস করার পর বিগত ১৫/০৩/১৯৯৯ ইং তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ন্ত্রী আমি সৈয়দা আখতার বেগম, ১ পুত্র সৈয়দ আলী রাজা আহমদ, ২ কন্যা সৈয়দা সাজনী খান ও সৈয়দা রাজনী আহমদ কে উত্তরাধিকারী বিদ্যমানে মারা যান। আমার স্বামী সৈয়দ মদচ্ছির আহমদ, আমি এবং। আমাদের ৩ পুত্র কন্যা সবাই দীর্ঘদিন যাবৎ আহমদ ইংল্যান্ড বসবাসরত ছিলাম ও আছি। আমাদের একমাত্র পুত্র সৈয়দ আলী রাজা আহমদও ইতোমধ্যে ইংল্যান্ডে বসবাসরত অবস্থায় এক স্ত্রী, নাবালিকা ২ কন্যা ও নাবালক ১ পুত্র সন্তান রাখিয়া মৃত্যুবরণ করেন। আমার স্বামী সৈয়দ মদচ্ছির আহমদ আর কোন বিবাহ করেন নাই। তাহার আর কোন স্ত্রীও ছিলোনা। আমার স্বামী মৃত সৈয়দ মদচ্ছির আহমদের আপন দুই ভ্রাতা হন- সৈয়দ মাহমুদ আলী ও সৈয়দ শফিকুর রহমান। সৈয়দ শফিকুর রহমান নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। সৈয়দ মাহমুদ আলী ৫ পুত্র যথাক্রমে- ১)নসৈয়দ আব্দুল মতিন, ২) সৈয়দ সাজ্জাদুর রহমান, ৩) সৈয়দ আলাউর রহমান সিতু, ৪) সৈয়দ আলী নেওয়াজ উরফে সৈয়দ আজিজুর রহমান এবং ৩ কন্যা- ১) সৈয়দা তাহেরা খানম, ২) সৈয়দা রাহেলা বেগম ও ৩) সৈয়দা
শিউলী বেগমকে রাখিয়া মারা যান। উল্লেখ্য যে, সৈয়দ মাহমুদ আলীর স্ত্রীর নাম সৈয়দা কচিবুন্নেছা এবং সৈয়দা মাহমুদ আলীর ৫ পুত্র ৩ কন্যার মা হন সৈয়দা কচিবুন্নেছা।
নালিশের ১ম তপশীলে বর্ণিত ভূমির খরিদা সূত্রে মালিক হন আমার স্বামী সৈয়দ মদচ্ছির আহমদ। সৈয়দ মদচ্ছির আহমদ ও তার একমাত্র পুত্র সৈয়দ আলী রাজা আহমদ মৃত্যুবরণ করায় সৈয়দ মদচ্ছির আহমদের সম্পত্তি অন্যায়াকারে আত্মসাৎ করার দুরভিসন্ধিতে তাহার আপন ২ ভাতিজা সৈয়দ মাহমুদ আলীর পুত্র ১/২ নং বিবাদীগণ আমার স্বামী মৃত সৈয়দ মদচ্ছির আহমদের পুত্র সাজিয়া অন্যায় যোগ-সাজশে মৌলভীবাজার পৌরসভা হইতে বিগত ১৯/০৩/২০১৮ ইং তারিখে ৮১২ নং স্মারকে একটি ভূঁয়া, জাল উত্তরাধিকারী সনদ তৈরী করে।
বিষয়টি অবগত হওয়ার পর মৌলভীবাজার পৌরসভায় আপত্তি দিলে বিগত ২৮/০৫/২০১৯ ইং তারিখে মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ উত্তরাধিকার সনদপত্রটি বাতিল করেন। প্রকৃতপক্ষে ১নং বিবাদী সৈয়দ সাজ্জাদুরস রহমানের পিতা- সৈয়দ মাহমুদ আলী এবং মাতা- সৈয়দা কচিবুন্নেছা বটে। এতদসংক্রান্ত ১নং বিবাদীর জন্ম নিবন্ধন সনদ, বিবাহের কাবিননামা বিভিন্ন দলিল ও ইউনিয়নের উত্তরাধিকারী সনদসহ অনেক সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও চাচার সম্পত্তি আত্মসাৎ এর দুরভিসন্ধিতে ১নং বিবাদী তাহার পিতা- সৈয়দ মাহমুদ আলীর পরিবর্তে অন্যায়াকারে জাল-জালিয়াতির আশ্রয়ে পিতার নাম- সৈয়দ মদচ্ছির আহমদ লিখাইয়া ৬৪৫৮১৩৭৬৫৭ নংজাতীয় পরিচয়পত্র সৃষ্টি করিয়া রাখিয়াছেন ।
আমি বয়োবৃদ্ধ মহিলা থাকায় এবং ইংল্যান্ডে বসবাস করার সুযোগে আমার স্বামী মৃত সৈয়দ মদচ্ছির আহমদের সম্পত্তি অন্যায়াকারে আত্মসাৎ করার গভীর ষড়যন্ত্র ও পরিকল্পনা করিয়া ১/২ নং বিবাদীগণ জাল- জালিয়াতির আশ্রয়ে ভূঁয়া কাগজাত সৃষ্টি করিয়া প্রতারণার আশ্রয়ে ২য় তপশীল বর্ণিত জাল দলিল সৃষ্টি করিয়া ও নিজেদের হস্তবশে রাখিয়া যথেচ্ছা ব্যবহার করিয়া অপূরণীয় ক্ষতি সাধন করিয়াছেন। ১/২ নং বিবাদীগণ মৃত সৈয়দ মদচ্ছির আহমদের পুত্র সন্তান না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে জাল ও ভূঁয়া কাগজাত তৈরী করিয়া সৈয়দ মদচ্ছির আহমদের পুত্র সন্তান সাজিয়া ১ম তপশীল বর্ণিত ভূমি নিয়া ২য় তপশীল বর্ণিত জাল, বেআইনী
দলিলগুলি জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে তৈরী করিয়া রাখিয়াছেন। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল তো নাই একটি মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সৈয়দা আক্তার বেগম, রিয়াদ আহমদ চৌধুরী,শামসুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।