মনু নদীর চলমান কাজকে বেগবান ও গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৬:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ৩৯৯ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ মৌলভীবাজারের মনু নদীর চলমান কাজকে বেগবান ও গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে সকল ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প পরিচালক ও প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার(২৪আগস্ট) দুপুরে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার’র দপ্তর কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভার মুল বিষয়বস্তু ছিল মনু নদী প্রকল্পের চলমান কাজের গুনগত মান বজায় রাখা ও কাজের অগ্রগতি বৃদ্ধি করা।
এতে উপস্থিত ছিলেন, মনু নদী প্রকল্পের পরিচালক ও পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার’র তত্ত্বাবধায়ক কেএম জহিরুল হক,মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আখতারুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার’র উপসহকারী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলীগণ।
আরও উপস্থিতি ছিলেন, মনু নদী প্রকল্পের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,প্রকল্প পরিচালক এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)