ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলার আহ্বান মেয়র..ফজলুর রহমান
- আপডেট সময় ০৮:২৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ৫০৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: ব্যবসায়ীদের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে মৌলভীবাজার পৌরসভার সেবকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পৌর মেয়র মো: ফজলুর রহমান।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোড পরিদর্শন শেষে পৌরবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।
ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, পৌরসভার জনসংখ্যা ক্রমশ বাড়ছে। অতীতের সড়ক, নালা নর্দমাসহ সব কিছুই কি অবস্থায় ছিল আপনাদের সবার জানা। নালা-নর্দমাগুলোতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে ভরাট ও বেদখলের কারনে সামান্য বৃষ্টি হলেই শহরের অনেক বাসা বাড়িতে পানি হয়ে পড়ত। আমি মেয়র নিবাচিত হওয়ার পর থেকেই পৌর বাসীদের নিয়ে কাঁচাবাজারণ ও বাজারের রাস্তা,ফুটপাত ড্রেনের উন্নয়নের কাজ করে যাচ্ছি।
এদিকে মৌলভীবাজার শহরে পানি নিষ্কাশনের একমাত্র খাল কোদালিছড়া খননের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শহরের জলাবদ্ধতা নিরসন ও নাগরিকদের বিনোদন খরা ঘোচাতে মৌলভীবাজার পৌরসভা ২৫ কোটি টাকার এই প্রকল্প গ্রহণ করেছে । আর অর্থায়ন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামী এক বছরে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।