মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের বকেয়া বেতন ভাতা প্রদানের জন্য অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

- আপডেট সময় ০৭:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ৬৭ বার পড়া হয়েছে

ইসালামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিশু ও গণশিক্ষা এবং কুরআন শিক্ষার,শিক্ষক ও কর্মচারী বৃন্দের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়।
শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান কর্মসূচি শেষে স্মারকরিপি প্রদান করা হয়।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সকল নিয়মিত অনিয়মিত জনবলের জানুয়ারি থেকে বকেয়া বেতন ভাতা প্রদানের জন্য অবস্থান কর্মসূচি মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ইফার মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল নুর আনোয়ারার সভাপতিত্বে মৌলভীবাজার এর ফিল্ড সুপারভাইজার মাওলানা জুলফিকার আলী বাবুলের নেতৃত্বে মউশিক মৌলভীবাজার জেলা শাখার শিক্ষক মাওলানা লোকমান খান নবীন এর সঞ্চালনায়।
বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা ইকবাল হোসেন, মউশিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, মডেল কেয়ারটেকার আব্দুল লতিফ, জেলা মউশিক এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাসিত, মউশিক সদর উপজেলা শিক্ষক মাওলানা এখলাছুর রহমান সিতু।
পাঁচ দফা দাবি সমূহ নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় পাঁচ দফা দাবি বক্তব্যে তুলে ধরেন।
১। প্রকল্প দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে ৫ মাসের বেতন বোনাস সহ দিতে হবে।
২। প্রকল্প রাজস্ব ভুক্ত করতে হবে।
৩। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে প্রকল্পে সক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে
৪। কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন ভাতা দিতে হবে।
৫। শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করে সম্মানজনক ভাতা দিতে হবে।
স্মারকলিপি প্রদান শেষে মোনাজাতের মাধ্যমে অবস্থান কর্মসূচি সমাপ্তি হয়।
