ব্রেকিং নিউজ
মসজিদ থেকে আর ঘরে ফেরেনি দুই ভাই
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০১:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১১৭৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের বাসিন্দা প্রবাসী মো: নাজমুল আহমদের দুই ছেলে মসজিদে নামাজে গেলে আর বাড়ি ফেরেনি।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উলুয়াইল গ্রামে এ ঘটনাটি ঘটে। দুই ভাই হলেন,মো: আরিফুল ইসলাম চৌধুরী রাহি ((১৪) ও মো: শরিফুল ইসলাম চৌধুরী মাহী (১২)।
এলাকা ও আত্নীয়স্বজনের বাড়ী জুড়ে খোঁজাখুজির পর দুই ভাইর খোঁজ না মেলায় হারানো সংবাদ প্রচার করা হয়।
কেউ এই দুই ভাইয়ের খোঁজ পেলে 01718-343142,0716-394632,01743-622106 এই মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :