ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

মহেশপুরের যুবলীগ নেতার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • / ২৯০ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ  মহেশপুরের আজমপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু হানিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ওই ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আলমপুর বাজারে এ কর্মসুচী পালন করেন দলটি।
জানা যায়,গেল (২১-০৭-২৩) তারিখ শুক্রবার আলমপুর ৪ নম্বরে ফুটবল খেলার মাঠে মারামারির ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন,আলমপুর ৪ নম্বরের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫),মোকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭),শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান(৩৫)। মারা যান ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু হানিফ। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পরের দিন ওই ঘটনায় আবু হানিফের পিতা রফিকুল ইসলাম বাদি হয়ে  মহেশপুর থানায় মামলা করেন। ওই মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি রয়েছে আরো ৫/৬ জন বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে ওই হত্যার ৭ দিন পার হলেও পুলিশ মামলার মূল আসামিদের কাউকে আটক করতে পারেনি। বাদ্য হয়ে বৃহস্পতিবার বিকেলে হানিফের স্বজনরা ও আওয়ামী যুবলীগের আয়োজনে আলমপুর বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আজিজ খান।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম (সাজ্জাদ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান (লিটন),ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকিদুর রহমান,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান।
উপস্থিত নেতা-কর্মীরা বক্তব্যে বলেন,হানিফের হত্যা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যা। হত্যাকারীরা এর  আগে ও আরেকটি হত্যা কান্ড ঘটিয়েছে। ওই হত্যা কান্ডেরও তারা আসামি।
তারা বলেন, আগের হত্যা কান্ডটি ধামা চাপা পড়ায়,হত্যাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। হত্যাকারীদের এখনই যদি লাগাম টেনে ধরা না যায়।তাহলে তারা আরো ঘটনা ঘটাতে পারে বলে নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করেন। প্রতিবাদ সমাবেশ থেকে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়।
পরে আলমপুর বাজারে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও করেন তারা।
বিষয়টি নিয়ে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদ রেজা বলেন,মোবাইলে কোন তথ্য দেয়া সম্ভব না। তথ্য নিতে হলে থানায় আসতে হবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহেশপুরের যুবলীগ নেতার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ 

আপডেট সময় ০৯:৪৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
কোটচাঁদপুর প্রতিনিধিঃ  মহেশপুরের আজমপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু হানিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ওই ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আলমপুর বাজারে এ কর্মসুচী পালন করেন দলটি।
জানা যায়,গেল (২১-০৭-২৩) তারিখ শুক্রবার আলমপুর ৪ নম্বরে ফুটবল খেলার মাঠে মারামারির ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন,আলমপুর ৪ নম্বরের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫),মোকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭),শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান(৩৫)। মারা যান ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু হানিফ। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পরের দিন ওই ঘটনায় আবু হানিফের পিতা রফিকুল ইসলাম বাদি হয়ে  মহেশপুর থানায় মামলা করেন। ওই মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি রয়েছে আরো ৫/৬ জন বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে ওই হত্যার ৭ দিন পার হলেও পুলিশ মামলার মূল আসামিদের কাউকে আটক করতে পারেনি। বাদ্য হয়ে বৃহস্পতিবার বিকেলে হানিফের স্বজনরা ও আওয়ামী যুবলীগের আয়োজনে আলমপুর বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আজিজ খান।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম (সাজ্জাদ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান (লিটন),ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকিদুর রহমান,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান।
উপস্থিত নেতা-কর্মীরা বক্তব্যে বলেন,হানিফের হত্যা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যা। হত্যাকারীরা এর  আগে ও আরেকটি হত্যা কান্ড ঘটিয়েছে। ওই হত্যা কান্ডেরও তারা আসামি।
তারা বলেন, আগের হত্যা কান্ডটি ধামা চাপা পড়ায়,হত্যাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। হত্যাকারীদের এখনই যদি লাগাম টেনে ধরা না যায়।তাহলে তারা আরো ঘটনা ঘটাতে পারে বলে নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করেন। প্রতিবাদ সমাবেশ থেকে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়।
পরে আলমপুর বাজারে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও করেন তারা।
বিষয়টি নিয়ে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদ রেজা বলেন,মোবাইলে কোন তথ্য দেয়া সম্ভব না। তথ্য নিতে হলে থানায় আসতে হবে।