মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রীর
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ৮৫৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে স্কুল থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর। এ ঘটনায় সহপাঠী ও পরিবারে শোকের মাতম চলছে।
শনিবার (১৪ জানুয়ারি) উপজেলার ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী খাদিজা সুলতানা ও নবম শ্রেণীর ছাত্রী কুলসুমা বেগম বিদ্যালয় থেকে বই নিয়ে বাড়ি ফিরছিলেন। ঐ সময় ফুলতলা বস্তি গ্রামের মাইক্রোবাস চালক বলাই মিয়ার গাড়ি তার ভাতিজা প্রশিক্ষণ দিচ্ছিলো।প্রশিক্ষণার্থী ঐ চালক রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া স্কুল শিক্ষার্থীদের মাইক্রোবাস গাড়ি দিয়ে ধাক্কা দিলে পাশ্ববর্তী খালে পড়ে যায় শিক্ষার্থীরা।পরে তাদের কে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা সুলতানাকে মৃত ঘোষণা করেন।নিহত সুলতানা সে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।আহত অপরজন কুলসুমা বেগম ও একই গ্রামের মৃত মুফিজ আলির মেয়ে।সে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মৃতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট প্রেরন করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)