মাদক বিরোধী সচেতনতামূলক সভা
- আপডেট সময় ০৭:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ৩৩৩ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ মাদক বিরোধী সভা অনুষ্টিত হয়।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা মাদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক হাবিব তৌহিদ ইমাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কালীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য বিজয় কান্তি ভট্টাচার্য, অভিভাবক সদস্য সাংবাদিক মামুন আহমেদ বক্তব্য রাখেন।
এচাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।