ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মান–অভিমান ভুলে ঐক্যের বার্তা মৌলভীবাজার জেলা বিএনপির বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের নিয়ে পরামর্শ সভা কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রে/ফ/তা/ র মনোনয়ন ফরম সংগ্রহ করলেন খেলাফত মজলিস মনোনীত ও সম্ভাব্য ৮ দলীয় জোটের প্রার্থী মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ- ২ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ ৭ নেতা গ্রে ফ তা র এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষি হলেন বাংলাদেশি ড. ওয়ালী তসর উদ্দিন মৌলভীবাজারে আইডিয়া’র আলো-আলো প্রকল্পের জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা শ্রীমঙ্গলে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রে/ফ/তা/র মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটসহ পায়ে হেঁটে ১৫০ কি. মি. পথ পরিভ্রমণে – ৩ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন

মাধবপুরে শিল্পদূষণে ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা পরিদর্শন ও পথসভা করেছে বাপা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ৫৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় শিল্পদূষণে ক্ষতিগ্রস্ত একাধিক স্থান পরিদর্শন ও পথসভা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার।

 

মঙ্গলবার ( ৭ নভেম্বর) উপজেলার শিব জয়নগর বাজার সংলগ্ন পথসভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট সাংবাদিক শোয়েব চৌধুরী, বাপা হবিগঞ্জের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান নিয়ন, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, নির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শামীম আহমেদ, মোহাম্মদ ইউসুফ আলী শিহাব ,মোহাম্মদ নুর উদ্দিন শামীম, মোহাম্মদ ইখলাসুর রহমান , মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।

 

স্থানীয় জনগণ এলাকার দূষণের চিত্র তুলে ধরেন। তারা বলেন, ওই এলাকায় কারখানার অপরিশোধিত বর্জ্য বিভিন্ন খালের মধ্যে ফেলা হচ্ছে। ওইসব খাল এর মাধ্যমে হাওর- বিল, নদীতে ছড়িয়ে পড়ছে দূষণ। যে কারণে ফসলের মাঠে ফসল হচ্ছেনা, খালে, বিলে মাছ পাওয়া যাচ্ছে না। দুর্গন্ধের জন্য বাড়ি ঘরে থাকা চরম কষ্টকর হচ্ছে। লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন , বিশেষ করে শ্বাস কষ্ট , চর্মরোগে ভুগছেন অনেকেই। সকল প্রকার জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। পিয়াইম, সাকু চাইল, ধর্মমন্ডল, লক্ষ্মী পুর, সাইওয়াক, সুবিদপুর, দৌলত পুর, ফানদাউক, মুড়াকরি ইত্যাদি গ্রামের লাখো মানুষ মারাত্মক পরিবেশ দূষণের শিকার হচ্ছেন। এই অসহনীয় দূষণ থেকে সংশ্লিষ্ট গ্রামবাসী মুক্তি চান।

 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জে শিল্পদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। বিভিন্ন খালের পানি কালো কুচকুচে হয়ে আছে। দুর্গন্ধ ছড়াচ্ছে । এ অঞ্চলের মাটি,বায়ু,পানি দূষণের মাত্রা ছারিয়েছে। যে কারণে ফসলের ক্ষতি, নিরাপদ পানির অভাবসহ চরম পরিবেশ ও মানবিক বিপর্যয় নেমে এসেছে। তিনি বলেন, শুরুতেই আমরা কল কারখানার ‘উৎসে বর্জ্য পরিশোধন’ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু শিল্পায়নে প্রয়োজনীয় ও সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানিয়েছি। কিন্তু বিগত বছরগুলোতে এই শিল্পায়ন পার্শ্ববর্তী গ্রামগুলোতে মারাত্মক পরিবেশ দূষণ ঘটিয়ে আসছে। যত্রতত্র কৃষিজমি, খাল, ছড়া এবং নদীসহ সকল প্রকার জীবন ও জীবিকা দূষণের শিকার হয়েছে। কোনভাবেই কোন শিল্প প্রতিষ্ঠান অপরিশোধিত বর্জ্য পরিশোধন নিশ্চিত না করে কারখানার বাইরের এলাকায় যে কোন উপায়ে এবং কারখানার অভ্যন্তরে ভূ-গর্ভস্থ পানি দূষণ করতে পারে না, এটি দেশের প্রচলিত আইন ও বিধি ব্যবস্থার পরিপন্থী ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাধবপুরে শিল্পদূষণে ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা পরিদর্শন ও পথসভা করেছে বাপা

আপডেট সময় ০৯:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় শিল্পদূষণে ক্ষতিগ্রস্ত একাধিক স্থান পরিদর্শন ও পথসভা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার।

 

মঙ্গলবার ( ৭ নভেম্বর) উপজেলার শিব জয়নগর বাজার সংলগ্ন পথসভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট সাংবাদিক শোয়েব চৌধুরী, বাপা হবিগঞ্জের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান নিয়ন, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, নির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শামীম আহমেদ, মোহাম্মদ ইউসুফ আলী শিহাব ,মোহাম্মদ নুর উদ্দিন শামীম, মোহাম্মদ ইখলাসুর রহমান , মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।

 

স্থানীয় জনগণ এলাকার দূষণের চিত্র তুলে ধরেন। তারা বলেন, ওই এলাকায় কারখানার অপরিশোধিত বর্জ্য বিভিন্ন খালের মধ্যে ফেলা হচ্ছে। ওইসব খাল এর মাধ্যমে হাওর- বিল, নদীতে ছড়িয়ে পড়ছে দূষণ। যে কারণে ফসলের মাঠে ফসল হচ্ছেনা, খালে, বিলে মাছ পাওয়া যাচ্ছে না। দুর্গন্ধের জন্য বাড়ি ঘরে থাকা চরম কষ্টকর হচ্ছে। লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন , বিশেষ করে শ্বাস কষ্ট , চর্মরোগে ভুগছেন অনেকেই। সকল প্রকার জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। পিয়াইম, সাকু চাইল, ধর্মমন্ডল, লক্ষ্মী পুর, সাইওয়াক, সুবিদপুর, দৌলত পুর, ফানদাউক, মুড়াকরি ইত্যাদি গ্রামের লাখো মানুষ মারাত্মক পরিবেশ দূষণের শিকার হচ্ছেন। এই অসহনীয় দূষণ থেকে সংশ্লিষ্ট গ্রামবাসী মুক্তি চান।

 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জে শিল্পদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। বিভিন্ন খালের পানি কালো কুচকুচে হয়ে আছে। দুর্গন্ধ ছড়াচ্ছে । এ অঞ্চলের মাটি,বায়ু,পানি দূষণের মাত্রা ছারিয়েছে। যে কারণে ফসলের ক্ষতি, নিরাপদ পানির অভাবসহ চরম পরিবেশ ও মানবিক বিপর্যয় নেমে এসেছে। তিনি বলেন, শুরুতেই আমরা কল কারখানার ‘উৎসে বর্জ্য পরিশোধন’ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু শিল্পায়নে প্রয়োজনীয় ও সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানিয়েছি। কিন্তু বিগত বছরগুলোতে এই শিল্পায়ন পার্শ্ববর্তী গ্রামগুলোতে মারাত্মক পরিবেশ দূষণ ঘটিয়ে আসছে। যত্রতত্র কৃষিজমি, খাল, ছড়া এবং নদীসহ সকল প্রকার জীবন ও জীবিকা দূষণের শিকার হয়েছে। কোনভাবেই কোন শিল্প প্রতিষ্ঠান অপরিশোধিত বর্জ্য পরিশোধন নিশ্চিত না করে কারখানার বাইরের এলাকায় যে কোন উপায়ে এবং কারখানার অভ্যন্তরে ভূ-গর্ভস্থ পানি দূষণ করতে পারে না, এটি দেশের প্রচলিত আইন ও বিধি ব্যবস্থার পরিপন্থী ।