ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চ্যানেল ২৪ সাংবাদিক আব্দুর রব, পুড়ে গেল মোটরসাইকেল বাংলাদেশ বিমান বাহিনীর নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকওয়াজ আসাদ মিলন এর মনস্তাত্ত্বিক কথন সিরিজ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আলোচনা সভা ডিবি পুলিশের মৃ ত দে হ উদ্ধার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা:  দিলীপ কুমার সরকার বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সম্মাননা মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে পথসভা মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোড প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

আসাদ মিলন এর মনস্তাত্ত্বিক কথন সিরিজ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

মানব সম্পর্ক নিয়ে
©আসাদ মিলন এর মনস্তাত্ত্বিক কথন সিরিজ
♦️ Break-up এক ট্রাজেডির গল্প ♦️

Break up অর্থ ভেঙ্গে যাওয়া,আজকে ‘আসাদ মিলন কথনে’ অবস্তুগত বা abstract noun অর্থে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার স্বরুপ নিয়ে আলোচনা করবো।যদিও বর্তমান সময়ে এই ব্রেকাপ প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়া অর্থে বহুল ব্যাবহৃত তবে লেখক এখানে শুধু প্রেম নয় যেকোনো মনুষ্য সম্পর্ক কেন ও কিভাবে ব্যার্থতায় পর্যবসিত হয় সেই বিষয় নিয়েও আলোচনা করতে চায়।আজকের লেখার শিরোনাম ব্রেকআপ-এক ট্রাজেডির গল্প,কেননা সম্পর্কের অবনতি, পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া যা একপক্ষের আনন্দ,অন্যপক্ষে বেদনা অথবা উভয়পক্ষে ট্রাজেডি হিসেবে দেখা দেয়। কারণ আমরা অনেকেই দেখি বা শুনি কেউ কেউ বা উভয়েই জীবনের কোনো পর্যায়ে এসে সম্পর্ক থেকে পরিত্রাণ চায় আবার কেউ সম্পর্ক ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে কিন্তু যা হওয়ার তাই হয়।অর্থাৎ ভাগ্যের লিখন না যায় খন্ডন।গানের ভাষায় বলতে গেলে,
ওরে নীল দরিয়া,
আমায় দেরে দে ছাড়িয়া,
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে,
কন্দে রইয়া রইয়া”

কোনো সম্পর্ক ব্রেকাপ হলে মনের গুমোট জমানো ব্যথা প্রকট আকার ধারণ করে।কারণ একট সম্পর্ক অনেকগুলো দিন,সপ্তাহ, মাস বা বছরের সমষ্টি।এই যাপিত সময়গুলোতে আনন্দ বেদনায় গড়ে উঠে স্মৃতি। এক নিমিষেই একটা সম্পর্ক শেষ করা যায় না।ভুমিকম্পের মত অনেকসময় কোন মানব সম্পর্ক তাসের ঘরের মত ভেঙ্গে পড়তে পারে কিন্তু সম্পর্কের গভীরতায় জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতি ভুমিকম্পের আফটার শকের মত পরক্ষণেই বুকের ভিতর কাপুনি দেয়।তাই লেখক তার পাঠক নন্দিত ‘আসাদ মিলন কথনে’ সবিনয়ে পরামর্শ দিতে চায়,যেকোনো ব্যাক্তি অথবা আপনার প্রিয়তমার সাথে, হোক না কোনো যৌক্তিক কারনে সম্পর্ক ভাঙ্গার ক্ষেত্রে কখনোই হার্ড ব্রেক ধরবেন না।তাহলে প্রেসার কুকারের ছিদ্রায়িত বাষ্প হঠাৎ বন্ধ কিরে দিলে যে বিস্ফোরণ হবে তেমনি সম্পর্কে ব্রেকাপ এর ক্ষেত্রে হার্ড ব্রেক ধরলে উভয়ের জীবন তামা তামা হয়ে যাবে এবং বড় ধরনের মানষিক বিপর্যয় দেখা দিবে।

এক্ষেত্রে জনপ্রিয় ‘আসাদ মিলন কথনে’ পরামর্শ ::
১/ সম্পর্কে ব্রেকাপ নিতে চাইলে ধীরে ধীরে সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে হবে ঠিক যেমন রুপালি পর্দার তারকারা ডিভোর্সের পর মিডিয়ার সামনে বলে আমরা এখনো খুব ভালো বন্ধু,কিছুটা তেমন।

২/ একটা মানব সম্পর্ক অনেকগুলো স্মৃতির যোগফল তাই সম্পর্ক ব্রেকাপ হইলেও স্মৃতি মন থেকে ব্রেকাপ নিতে চায় না।তাই অতীতে দুজনের মধ্যে গড়ে উঠা অম্ল মধুর স্মৃতিগুলো মানসপট থেকে ধুসর হওয়ার জন্য সময় দিতে হবে।

৩/ ব্রেকাপের প্রাথমিক পর্যায়েই মনকে অন্য কোন কাজে ডাইভার্ট করতে হবে।খেলাধুলা, কোথাও ঘুরতে যাওয়া,নতুন কোন বন্ধুকে সময় দেওয়া,ব্যায়াম অথবা কৃষিকাজে মনোনিবেশ করতে হবে।

সম্পর্ক কেন দ্রুত ভেঙ্গে যায় ::
১/ নানান মিল অমিলে সম্পর্ক ব্রেকাপ হয়।তবে মিউচুয়াল রেস্পেক্ট যখন তলানিতে নেমে আসে তখনই সম্পর্কের অবনতি দ্রুত ঘটে।

২/ সম্পর্ক ব্রেকাপের ক্ষেত্রে পার্সোনালিটি ডিসর্ডার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।কোন একটা পক্ষ অল্প কিছুতেই মাইন্ড করে,অন্যের দোষত্রুটি খুঁজে,ছাড় না দেওয়া এবং সর্বোপরি ডমিন্যান্ট মনোভাব সম্পর্ককে ব্রেকাপ এর দিকে নিয়ে যায়।

৩/ মাইন্ড নিয়ন্ত্রণ গেম ও মায়া সম্পর্ক ধরে রাখার জন্য ফুয়েল হিসেবে কাজ করে।ফলে এই দুটি বিষয়ের ঘাটতি, সম্পর্ককে শেষ করবে জলদি।

শুধু মনে রাখতে হবে,
“সম্পর্কের ব্রেকাপ নয়, টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ
চার ছক্কা হাকিয়ে, ভুলে যাবো নিমিষে
ভালোবাসা ভালোবাসা, সম্পর্কেই জীবনের আশা
তুমি আমি আমারা, কেন ভাই ঝগড়া?”

লেখক :: সার্কেল এ্যাডজুটেন্ট, নাটোর র‍্যাব ক্যাম্প ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আসাদ মিলন এর মনস্তাত্ত্বিক কথন সিরিজ

আপডেট সময় ০৬:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

মানব সম্পর্ক নিয়ে
©আসাদ মিলন এর মনস্তাত্ত্বিক কথন সিরিজ
♦️ Break-up এক ট্রাজেডির গল্প ♦️

Break up অর্থ ভেঙ্গে যাওয়া,আজকে ‘আসাদ মিলন কথনে’ অবস্তুগত বা abstract noun অর্থে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার স্বরুপ নিয়ে আলোচনা করবো।যদিও বর্তমান সময়ে এই ব্রেকাপ প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়া অর্থে বহুল ব্যাবহৃত তবে লেখক এখানে শুধু প্রেম নয় যেকোনো মনুষ্য সম্পর্ক কেন ও কিভাবে ব্যার্থতায় পর্যবসিত হয় সেই বিষয় নিয়েও আলোচনা করতে চায়।আজকের লেখার শিরোনাম ব্রেকআপ-এক ট্রাজেডির গল্প,কেননা সম্পর্কের অবনতি, পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া যা একপক্ষের আনন্দ,অন্যপক্ষে বেদনা অথবা উভয়পক্ষে ট্রাজেডি হিসেবে দেখা দেয়। কারণ আমরা অনেকেই দেখি বা শুনি কেউ কেউ বা উভয়েই জীবনের কোনো পর্যায়ে এসে সম্পর্ক থেকে পরিত্রাণ চায় আবার কেউ সম্পর্ক ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে কিন্তু যা হওয়ার তাই হয়।অর্থাৎ ভাগ্যের লিখন না যায় খন্ডন।গানের ভাষায় বলতে গেলে,
ওরে নীল দরিয়া,
আমায় দেরে দে ছাড়িয়া,
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে,
কন্দে রইয়া রইয়া”

কোনো সম্পর্ক ব্রেকাপ হলে মনের গুমোট জমানো ব্যথা প্রকট আকার ধারণ করে।কারণ একট সম্পর্ক অনেকগুলো দিন,সপ্তাহ, মাস বা বছরের সমষ্টি।এই যাপিত সময়গুলোতে আনন্দ বেদনায় গড়ে উঠে স্মৃতি। এক নিমিষেই একটা সম্পর্ক শেষ করা যায় না।ভুমিকম্পের মত অনেকসময় কোন মানব সম্পর্ক তাসের ঘরের মত ভেঙ্গে পড়তে পারে কিন্তু সম্পর্কের গভীরতায় জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতি ভুমিকম্পের আফটার শকের মত পরক্ষণেই বুকের ভিতর কাপুনি দেয়।তাই লেখক তার পাঠক নন্দিত ‘আসাদ মিলন কথনে’ সবিনয়ে পরামর্শ দিতে চায়,যেকোনো ব্যাক্তি অথবা আপনার প্রিয়তমার সাথে, হোক না কোনো যৌক্তিক কারনে সম্পর্ক ভাঙ্গার ক্ষেত্রে কখনোই হার্ড ব্রেক ধরবেন না।তাহলে প্রেসার কুকারের ছিদ্রায়িত বাষ্প হঠাৎ বন্ধ কিরে দিলে যে বিস্ফোরণ হবে তেমনি সম্পর্কে ব্রেকাপ এর ক্ষেত্রে হার্ড ব্রেক ধরলে উভয়ের জীবন তামা তামা হয়ে যাবে এবং বড় ধরনের মানষিক বিপর্যয় দেখা দিবে।

এক্ষেত্রে জনপ্রিয় ‘আসাদ মিলন কথনে’ পরামর্শ ::
১/ সম্পর্কে ব্রেকাপ নিতে চাইলে ধীরে ধীরে সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে হবে ঠিক যেমন রুপালি পর্দার তারকারা ডিভোর্সের পর মিডিয়ার সামনে বলে আমরা এখনো খুব ভালো বন্ধু,কিছুটা তেমন।

২/ একটা মানব সম্পর্ক অনেকগুলো স্মৃতির যোগফল তাই সম্পর্ক ব্রেকাপ হইলেও স্মৃতি মন থেকে ব্রেকাপ নিতে চায় না।তাই অতীতে দুজনের মধ্যে গড়ে উঠা অম্ল মধুর স্মৃতিগুলো মানসপট থেকে ধুসর হওয়ার জন্য সময় দিতে হবে।

৩/ ব্রেকাপের প্রাথমিক পর্যায়েই মনকে অন্য কোন কাজে ডাইভার্ট করতে হবে।খেলাধুলা, কোথাও ঘুরতে যাওয়া,নতুন কোন বন্ধুকে সময় দেওয়া,ব্যায়াম অথবা কৃষিকাজে মনোনিবেশ করতে হবে।

সম্পর্ক কেন দ্রুত ভেঙ্গে যায় ::
১/ নানান মিল অমিলে সম্পর্ক ব্রেকাপ হয়।তবে মিউচুয়াল রেস্পেক্ট যখন তলানিতে নেমে আসে তখনই সম্পর্কের অবনতি দ্রুত ঘটে।

২/ সম্পর্ক ব্রেকাপের ক্ষেত্রে পার্সোনালিটি ডিসর্ডার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।কোন একটা পক্ষ অল্প কিছুতেই মাইন্ড করে,অন্যের দোষত্রুটি খুঁজে,ছাড় না দেওয়া এবং সর্বোপরি ডমিন্যান্ট মনোভাব সম্পর্ককে ব্রেকাপ এর দিকে নিয়ে যায়।

৩/ মাইন্ড নিয়ন্ত্রণ গেম ও মায়া সম্পর্ক ধরে রাখার জন্য ফুয়েল হিসেবে কাজ করে।ফলে এই দুটি বিষয়ের ঘাটতি, সম্পর্ককে শেষ করবে জলদি।

শুধু মনে রাখতে হবে,
“সম্পর্কের ব্রেকাপ নয়, টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ
চার ছক্কা হাকিয়ে, ভুলে যাবো নিমিষে
ভালোবাসা ভালোবাসা, সম্পর্কেই জীবনের আশা
তুমি আমি আমারা, কেন ভাই ঝগড়া?”

লেখক :: সার্কেল এ্যাডজুটেন্ট, নাটোর র‍্যাব ক্যাম্প ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী।