মানুষের অধিকার ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ গঠন
- আপডেট সময় ০৮:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

মানুষের অধিকার ফাউন্ডেশন একটি মানবাধিকার ও সামাজিক সংস্থা যা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা এবং কল্যাণ রাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ২০১৪ সাল থেকে মৌলভীবাজার জেলা থেকে কাজ করে আসছে। নিপীড়িত ও অসহায় মানুষদের নানাবিধ সেবাদানের লক্ষ্যে সংস্থাটি গঠন করেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট নিয়ামুল হক। ফাউন্ডেশনের কাজের পরিধি আরো সুদৃঢ় করার লক্ষ্যে পুনরায় সমাজের সম্মানিত ব্যক্তি ও গুনিজনকে নিয়ে একটি গভর্নিং বডি বা স্থায়ী পরিষদ গঠন করা হয়েছে। ফাউন্ডেশনটি সরকারী সনদ প্রাপ্তির লক্ষ্যে ইতিমধ্যে জয়েন্ট ষ্টক কোম্পানী থেকে নামের ছাড়পত্র অর্জন করেছে, এখন চুড়ান্ত রেজিষ্ট্রেশন প্রক্রিয়াধীন আছে। সংস্থাটিতে মোট ৯ জন গভর্নিং বডির (Governing Body) সদস্য মনোনিত হয়েছেন তারা হলেন- (১) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এডভোকেট. নিয়ামুল হক, (২) সেক্রেটারী জেনারেল মো: সাজ্জাদুর রহমান, (৩) কোষাধ্যক্ষ এডভোকেট ইজাজুল ইসলাম, (৪) ডাইরেক্টর মাহবুবুর রহমান রাহেল, (৫) ডাইরেক্টর মু.ইমাদ উদ দিন, (৬) ডাইরেক্টর মো: জাকির হোসেন, (৭) ডাইরেক্টর মো: মোস্তাকিম আহমেদ, (৮) ডাইরেক্টর মো: শফিকুল ইসলাম, (৯) ডাইরেক্টর মো: রনি মিয়া। যারা পূর্ব থেকেই সংস্থায় কাজ করে আসছেন।
প্রতিষ্টাতা চেয়ারম্যান এডভোকেট নিয়ামুল হক বলেন, আমরা আশা করি আমাদের সংস্থাটি মৌলভীবাজার জেলা সহ সমগ্র দেশের মানুষের মানবাধিকার সুরক্ষায় অত্যন্ত ফলপ্রসু ভূমিকা রাখবে। আমরা ইতিমধ্যে ১৫০ জন ঝড়েপরা শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষাদান, বর্তমানে মানবাধিকারের শিক্ষা প্রসারের লক্ষ্যে ”মানবাধিকার পাঠশালা” নামক স্কুল ভিত্তিক কর্মসূচী চলমান আছে। সকলের সহযোগীতায় আমরা এগিয়ে যেতে চাই এবং অবহেলিত মানুষের পাশে দেয়াল হয়ে দাড়িয়ে তাদের মানবাধিকার সমুন্নত রাখতে রাষ্ট্রের সহিত কাজ করতে চাই। আমরা তৃনমুল থেকে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে তা সুরক্ষায় কাজ করতে চাই, এতে সকলের সহযোগীতা একান্তভাবে কাম্য ।


















