ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারের বন্যার পানিতে তলিয়ে গেছে নলকূপ…বিশুদ্ধ পানির সংকট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • / ৩৬১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের  বন্যার পানিতে অধিকাংশ এলাকার নলকূপ তলিয়ে গেছে। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ফলে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। তারা বিশুদ্ধ পানি না পেয়ে বাধ্য হয়ে বন্যার পানি খাওয়ার পাশপাশি নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম সারছেন। এতে অনেকে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

এই পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নলকূপ উঁচুকরণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে যাওয়া ২০টি নলকূপ উঁচু করা হয়েছে। এতে ১২টি বন্যা আশ্রয় কেন্দ্র ও ৮টি বাড়ি রয়েছে। পর্যায়ক্রমে বাকি নলকূপগুলো উঁচু করা হচ্ছে। এতে বিশুদ্ধ পানির সংকট দূর হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে হাকালুকি হাওরে সৃষ্ট বন্যায় বড়লেখা উপজেলার ২০০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব এলাকায় নলকূপ পানিতে তলিয়ে গেছে। ফলে বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। অনেকে বিশুদ্ধ পানি না পেয়ে বাধ্য হয়ে বন্যার পানি পানি পানের পাশপাশি নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম করছেন। ফলে তারা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানির সংকট দূর করতে উদ্যোগ নিয়েছে বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এরইমধ্যে সংশ্লিষ্টরা উপজেলার বর্ণি, তালিমপুর, সুজানগর, নিজবাহাদুরপুর, বড়লেখা সদর ইউনিয়নে ১২টি আর্শ্রয় কেন্দ্র ও ৮টি বাড়ির নলকূপ উচুঁকরণ কাজ করেছেন। নলকূপ উঁচুকরণ কাজ সার্বক্ষণিক তদারকি করছেন নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারের বন্যার পানিতে তলিয়ে গেছে নলকূপ…বিশুদ্ধ পানির সংকট

আপডেট সময় ১০:০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের  বন্যার পানিতে অধিকাংশ এলাকার নলকূপ তলিয়ে গেছে। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ফলে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। তারা বিশুদ্ধ পানি না পেয়ে বাধ্য হয়ে বন্যার পানি খাওয়ার পাশপাশি নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম সারছেন। এতে অনেকে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

এই পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নলকূপ উঁচুকরণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে যাওয়া ২০টি নলকূপ উঁচু করা হয়েছে। এতে ১২টি বন্যা আশ্রয় কেন্দ্র ও ৮টি বাড়ি রয়েছে। পর্যায়ক্রমে বাকি নলকূপগুলো উঁচু করা হচ্ছে। এতে বিশুদ্ধ পানির সংকট দূর হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে হাকালুকি হাওরে সৃষ্ট বন্যায় বড়লেখা উপজেলার ২০০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব এলাকায় নলকূপ পানিতে তলিয়ে গেছে। ফলে বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। অনেকে বিশুদ্ধ পানি না পেয়ে বাধ্য হয়ে বন্যার পানি পানি পানের পাশপাশি নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম করছেন। ফলে তারা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানির সংকট দূর করতে উদ্যোগ নিয়েছে বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এরইমধ্যে সংশ্লিষ্টরা উপজেলার বর্ণি, তালিমপুর, সুজানগর, নিজবাহাদুরপুর, বড়লেখা সদর ইউনিয়নে ১২টি আর্শ্রয় কেন্দ্র ও ৮টি বাড়ির নলকূপ উচুঁকরণ কাজ করেছেন। নলকূপ উঁচুকরণ কাজ সার্বক্ষণিক তদারকি করছেন নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান।