মৌলভীবাজারের লুৎফর রহমান বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ন সম্পাদক
- আপডেট সময় ০১:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
- / ৫০৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কমিটিতে যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের এস এম লুৎফুর রহমান।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ও প্রেরিত এক চিঠিতে তা নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে গত ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য এর সাক্ষরিত চিঠিটি ইস্যু ও ডাকযোগ প্রেরণ করা হয়।
এস এম লুৎফুর রহমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়ন এর আমানিপুর গ্রামের স্থানীয় বাসিন্ধা। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও ঢাকা টংগি বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
যুগ্ন সম্পাদক নির্বাচিত হওয়ার পর এস এম লুৎফুর রহমান বলেন দেশের প্রাচীন ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এই সংগঠন দেশের রাজনৈতিক উন্নয়নে এবং শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে। আমাকে এই পদে নির্বাচিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই। আমি সততা ও নিষ্ঠার সাথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছি।