উল্লেখ্য, অধ্যক্ষ শামছুল ইসলামের বাড়ি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গাজিপুর গ্রামে। শামছুল ইসলাম ১৯৯৪ সালে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা শুরু করেন। ২০১০ থেকে উপাধ্যক্ষ এবং ২০১৭ সালের মে মাস থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন।
তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদরাসাকে দেশের একটি উন্নত, আদর্শ ও দ্বীনি মারকাজ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দীর্ঘ ৩৩ বছর ধরে মৌলভীবাজার জেলা জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন। অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলার সভাপতি, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলার সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের ইমাম বাচাই কমিটি ও চাঁদ দেখা কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্থার সাথে যুক্ত থেকে সামাজিক ও ধর্মীয় উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তাঁকে মাদরাসার গর্ভনিং বডির সদস্য, অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন।