মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
- আপডেট সময় ০২:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ৭৩২ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকালে দর্শকদের করতালি আর বাদ্যযন্ত্রের ধ্বনি ও বৈঠার তালে তালে অনন্য ঢেউ খেলে কুশিয়ারা নদী তীরের মানুষের মধ্যে। ঢোল ও তবলার তাল, আর বৈঠার স্পন্দনের মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে।
শেরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে জোড়ো হন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। হামরকুনা যুব সমাজ আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪টি জেলা থেকে বেশ কয়েকটি নৌকা অংশ নেয়।
প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, সদর উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক অলিউর রহমান,কোষাদক্ষ উৎপল ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জুয়েল আহমদ,জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ন সম্পাদক সোয়েব খাঁ, সাবেক,সাবেক ছাত্রলীগের যুগ্ন সম্পাদক জুবায়ের আহমদ তপু প্রমুখ।
খালেদ আহমদের সঞ্চালনা সভাপতিত্ব করেন কর্নেল আহমদ।
নৌকা বাইচ প্রতিযোগীতা দূপুর ২টা থেকে শুরু হয় এবং সন্ধ্যার পূর্ব পর্যন্ত চলে।