মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

- আপডেট সময় ০৯:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলার ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আলাদাভাবে চার জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে। ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেয়া হয়েছে। মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন ।
মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা হলেন:
১ বড়লেখা – জুড়ী মৌলভীবাজার জেলা বিএনপির আহবয়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিটু,সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিষ্টার আদিবা রহমান চৌধুরী,কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু ।
২ কুলাউড়া– মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. আবেদ রাজা।
৩ মৌলভীবাজার সদর- রাজনগর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান,জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান,চেয়ারপারসনের উপদেষ্টা মো: মাহিদুর রহমান ( যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালে যোগাযোগ করেন ),জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: মোয়াজ্জেম হোসেন মাতুক,জেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন উজ্বল।
৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মো: মহসিন মিয়া মধু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: হাজী মুজিবুর রহমান চৌধুরী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: আব্দুল ওয়ালি সিদ্দিকী ।
বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়,দেশ ও জনগণের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ।একক প্রার্থী দেয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনগণকে সন্তুষ্ট এবং ভোটারদের মন জয় করারও নির্দেশনা দেয়া হয়েছে।
