মৌলভীবাজারে অগ্রগতি ও অর্জন অবহিত করণ কর্মশালা
- আপডেট সময় ০৬:০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ২৫৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিত করণ জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে দিনব্যাপী সার্কিট হাউজ মুন হলরুমে স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়া উর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্মশালায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনঅংশগ্রহন নিশ্চিত করে উন্নয়ন স্কিমসমূহ বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিসহ পল্লী অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে এলজিএসপি-৩ অবদান রাখছে। ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিণত করতে এলজিএসপি:৩ কার্যকর ভৃমিকা রাখতে সক্ষম হবে।
কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সংবাদকর্মী,রাজনৈতিক ব্যাক্তিসহ এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।