মৌলভীবাজারে আব্দা যুব সংঘের নির্বাহী পরিচালক বর্ষসেরা সম্মাননায় ভুষিত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০২:৩২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ৬৪৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার আব্দা বহুমুথী যুব সংঘকে প্রান্তিক বহুমুথী কাজের সফলতায় বিশেষ অবদান রাখার জন্য বর্ষসেরা সম্মাননা ভুষিত করা হয়েছে।
গতকাল (১৯ডিসেম্বর) সোমবার দুপুরে গীতা ললিতকলা একাডেমীর ঢাকার আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত মিলনায়তনের বিশেষ অবদান রাখার জন্য বর্ষসেরা এ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত মিলনায়তনের পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী এম,এ মন্নান এম,পি মৌলভীবাজার আব্দা বহুমুথী যুব সংঘের নির্বাহী পরিচালক মো; সাজ্জাদুর রহমানকে এ সম্মাননা প্রদান করেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আফজাল হোসেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরিচালক ড,মো: জাহাঙ্গীর আলম, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও গীতা ললিতকলা একাডেমীর সহ সভাপতি মো: দুলাল মিয়া,গীতা ললিতকলা একাডেমীর সাধারন সম্পাদক গীতিকার সৈয়দ আজাদ রহমান,সাথী আক্তার,বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সহ অনেকে। উল্লেখ্য আব্দা বহমুখী যুব সংঘ মৌলভীবাজার সদর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন হিসেবে আর্থ-সামাজিক উন্নয়নে দেশের প্রান্তিক জনগেষ্ঠির নিয়ে কাজ করছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)