ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কৃষক কার্ড–ফ্যামেলি কার্ডের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করবে বিএনপি: এম নাসের রহমান এশিয়ার মধ্যে প্রথমবার ১৬ রূপে সরস্বতী পূজা* শ্রীমঙ্গলের লালবাগে ঐতিহাসিক অনুষ্ঠান জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গনভোট হ্যাঁ জয় যুক্ত করতে হবে… সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুবিধা এক জায়গায় নিয়ে আসতে চায় বিএনপি – এম নাসের রহমান মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থীর গণসংযোগ বাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু

মৌলভীবাজারে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ৭৩৭ বার পড়া হয়েছে

পুলক পুরকায়স্থ- শুরু হয়েছে বিশ্বকোষ ফুটবলের শেষ ষোলোর নকআউটের লড়াই। আর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে স্থান করে নেওয়ায়, মৌলভীবাজারে রাতের নিরবতা ভেঙ্গে মেসি ভক্তরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন। এ সময় নাচ-গান, বাঁশি আর আতশবাজির শব্দে শহরের বিভিন্ন সড়ক মুখরিত করে তোলেন তারা।

রবিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে কাতারের আহমদ বিন আলি স্টেডিয়ামে নকআউট পর্বের আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এ সময় খেলায় আর্জেন্টিনা কাছে ২-১ গোলে পরাজিত হয় অস্ট্রেলিয়া।

এর আগে, শনিবার (৩ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্র, জেলা পরিষদ ক্যাম্পাস, সেন্ট্রালরোড, সৈয়ারপুর, টিসিমার্কেট, কুসুমবাগসহ বিভিন্ন স্থানে টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে স্থানীয়রা। আর রাতের ম্যাচ ঘিরে মৌলভীবাজারের আর্জেন্টিনা সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। সেই খেলায় আর্জেন্টিনা জয়ী হউক এমন প্রত্যাশা ছিল তাদের।

এদিকে খেলার শেষ বাঁশির সঙ্গেই শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থকেরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়।

নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়ের পর আর্জেন্টিনা সমর্থকেরা হই-হুল্লোড়ে মেতে ওঠেন। আর্জেন্টিনা আর মেসির সমর্থনে দেয়া শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের চৌমোহনা চত্বর। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সমর্থকরা।

মিছিলে আগত মেসি ভক্তরা বলছেন, মেসি জাতীয় দলের হয়ে এক হাজারতম ম্যাচে গোল করলেন। নিজে জ্বলে উঠে দলকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিয়েছেন। আজকের দিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারার পর অনেকের সমালোচনা আর ট্রলের শিকার হতে হয়েছে জানিয়ে শিক্ষার্থী রাকিবুল ও মাহি খাঁন বলেন, ‘আজকে ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। তারা তাদের সেরাটা খেলে অস্ট্রেলিয়ার সাথে জয় পেয়েছে।’

মেসি ভক্ত কয়ছর আহমদ বলেন, ‘এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা, আমাদের এই প্রত্যাশা।’

আর্জেন্টিনার সমর্থক নুরুল ইসলাম জামাল জানান, আজকের ম্যাচে লিওনেল মেসি জ্বলে উঠেছেন, গোলও পেয়েছেন। এই জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তার সমর্থকেরা। তাই আমরা রাস্তায় নেমেছি প্রিয় দলের বিজয়কে স্বাগত জানাত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস

আপডেট সময় ০৪:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

পুলক পুরকায়স্থ- শুরু হয়েছে বিশ্বকোষ ফুটবলের শেষ ষোলোর নকআউটের লড়াই। আর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে স্থান করে নেওয়ায়, মৌলভীবাজারে রাতের নিরবতা ভেঙ্গে মেসি ভক্তরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন। এ সময় নাচ-গান, বাঁশি আর আতশবাজির শব্দে শহরের বিভিন্ন সড়ক মুখরিত করে তোলেন তারা।

রবিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে কাতারের আহমদ বিন আলি স্টেডিয়ামে নকআউট পর্বের আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এ সময় খেলায় আর্জেন্টিনা কাছে ২-১ গোলে পরাজিত হয় অস্ট্রেলিয়া।

এর আগে, শনিবার (৩ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্র, জেলা পরিষদ ক্যাম্পাস, সেন্ট্রালরোড, সৈয়ারপুর, টিসিমার্কেট, কুসুমবাগসহ বিভিন্ন স্থানে টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে স্থানীয়রা। আর রাতের ম্যাচ ঘিরে মৌলভীবাজারের আর্জেন্টিনা সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। সেই খেলায় আর্জেন্টিনা জয়ী হউক এমন প্রত্যাশা ছিল তাদের।

এদিকে খেলার শেষ বাঁশির সঙ্গেই শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থকেরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়।

নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়ের পর আর্জেন্টিনা সমর্থকেরা হই-হুল্লোড়ে মেতে ওঠেন। আর্জেন্টিনা আর মেসির সমর্থনে দেয়া শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের চৌমোহনা চত্বর। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সমর্থকরা।

মিছিলে আগত মেসি ভক্তরা বলছেন, মেসি জাতীয় দলের হয়ে এক হাজারতম ম্যাচে গোল করলেন। নিজে জ্বলে উঠে দলকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিয়েছেন। আজকের দিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারার পর অনেকের সমালোচনা আর ট্রলের শিকার হতে হয়েছে জানিয়ে শিক্ষার্থী রাকিবুল ও মাহি খাঁন বলেন, ‘আজকে ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। তারা তাদের সেরাটা খেলে অস্ট্রেলিয়ার সাথে জয় পেয়েছে।’

মেসি ভক্ত কয়ছর আহমদ বলেন, ‘এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা, আমাদের এই প্রত্যাশা।’

আর্জেন্টিনার সমর্থক নুরুল ইসলাম জামাল জানান, আজকের ম্যাচে লিওনেল মেসি জ্বলে উঠেছেন, গোলও পেয়েছেন। এই জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তার সমর্থকেরা। তাই আমরা রাস্তায় নেমেছি প্রিয় দলের বিজয়কে স্বাগত জানাত।