ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
দাফন করার ১৭ দিন পর জীবিত উদ্ধার,প্রধান আসামি কারাগারে,এলাকায় চাঞ্চল্য বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে হলে জনগণের ভালোবাসা লাগবে…. বড়লেখায় জিকে গউছ সিলেট বিভাগে দুইটি স্পেশাল ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে শ্রীমঙ্গলে রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত মৌলভীবাজারে মোটরসাইকেলে প্রাণ গেল স্কুল ছাত্রের মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা দিল মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগ প্রাথমিক বাছাই শেষে ৩৪৭জন নির্বাচিত বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠন সভাপতি জাকির ও সাধারণ সম্পাদক কল্যাণ দেব মৌলভীবাজারে বিএনপির বিতর্কিত নেতা মতিন বক্স সহ দুই নেতার পদ স্থগিত মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা আর চলবে না মানবতার স্বার্থে সবাই এগিয়ে আসুন লিভার, কিডনি রোগে আক্রান্ত দেলোয়ার হোসেন

মৌলভীবাজারে এক্স ঢাবিয়ান মিলন মেলা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৬০৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  মৌলভীবাজারে স্থায়ীভাবে ও চাকুরী সূত্রে বসবাসরতঢাবিয়ানদের মিলন মেলা জমেছিল দিনব্যাপী।সদর উপজেলার রাঙাউটি রিসোর্ট প্রাঙ্গনে ১৯৫৮-৫৯ সেশন থেকে ২০১৫-১৬ সেশনেরনবীন-প্রবীণঢাবিয়ানদের মিলন মেলায় সব বয়েসীদের উপস্থিতিতে সাবেক রাষ্ট্রদূত মুফাজ্জল করিম, প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ড. অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার বরেণ্য ব্যক্তিবর্গের আবেগ উচ্ছাস মিশ্রিত স্মৃতিচারণ বক্তব্যে মনুতীরের অনুষ্ঠানস্থলে অন্যরকম আবহবিরাজ করে।

ওই দিন সকালের জনী গন্ধ্যারস্টিক আর উপহারসামগ্রী বরণের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠান সন্ধ্যালগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠানের এক্স ঢাবিয়ান ও পেশাদারশিল্পীদের গানেগানেশেষ হয় ডিইউ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের মিলনমেলা।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেনডিইউ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের আহবায়ক জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সদস্য সচিবসহ কারী অধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন প্রাক্তন ঢাবিয়ান সাবেক রাষ্ট্রদূত মুফাজ্জল করিম, অবসর প্রাপ্ত প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, অধ্যক্ষ দেবাশীষ দেব নাথ, সাবেক ঢাবিয়ান প্রফেসর মো. সেলিম,অধ্যাপক ড. সৈয়দ আশরাফুররহমান, পুলিশসুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার,সাংবাদিক নূরুল ইসলাম, প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ।

এরপরআহবায়ককমিটি থেকেডিইউ এক্স -স্টুডেন্টঅ্যাসোসিয়েশন মৌলভীবাজারএর ১৫ বিশিষ্টপূর্ণাংগকমিটি ঘোষণাকরেছেন প্রাক্তন ঢাবিয়ান সৈয়দ ফজলুল্লাহস্যার। ২৬ নভেম্বর শনিবার এক্স ঢাবিয়ান মিলন মেলাস্থল রাঙাউটি গ্রাউন্ডে এ কমিটি ঘোষণা করা হয়। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা অফিসে আয়োজিত সভায় উপস্থিত ডিউ এক্স-স্টুডেন্টঅ্যাসোসিয়েশনেরআহবায়ককমিটিরসদস্যসচিবসহকারীঅধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভূইয়া, সিনিয়রসদস্য প্রফেসর মো. সেলিম, সদস্য সাংবাদিকনূরুলইসলাম, পূবালীব্যাংকের ল অফিসার আসাদুজ্জামান খান, মিলনমেলারবিভিন্নউপকমিটিরআহবায়কসহকারীঅধ্যাপকশরিফুলরহমান, সহকারীঅধ্যাপকশাহগিয়াসউদ্দিনসহবিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সম্মতিক্রমে প্রফেসর মো. সেলিমকেসভাপতি ও

সাংবাদিক নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিরঅন্যান্য পদবীধারী ব্যক্তিরা হলেনসহসভাপতি ড. সৈয়দ আশরাফুররহমান, ব্যারিস্টারফয়েজউদ্দিন, যুগ্ম সম্পাদকসহকারীঅধ্যাপকশরিফুলরহমান, সাংগঠনিকসম্পাদকসহকারীঅধ্যাপক মোস্তাফিজুররহমান, সহ-সাংগঠনিকসম্পাদকপ্রভাষকশফিকুলইসলাম, কোষাধ্যক্ষ সহকারীঅধ্যাপকশাহগিয়াসউদ্দিন, প্রচার ও প্রকাশনাসম্পাদক মো. আসাদুজ্জামান খান, দপ্তরসম্পাদকআয়েশাশাহনাজরিনি, ক্রীড়া ও সাংস্কৃতিকসম্পাদকশিপনমিয়া, সদস্য ১.সহযোগীঅধ্যাপক পার্থ প্রতীমচক্রবর্তী, ২. সহকারীঅধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভূইয়া, ৩. শাহেদ আহমদ চৌধুরী, ৪. রুমানা চৌধুরী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে এক্স ঢাবিয়ান মিলন মেলা

আপডেট সময় ০২:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

বিশেষ প্রতিনিধি:  মৌলভীবাজারে স্থায়ীভাবে ও চাকুরী সূত্রে বসবাসরতঢাবিয়ানদের মিলন মেলা জমেছিল দিনব্যাপী।সদর উপজেলার রাঙাউটি রিসোর্ট প্রাঙ্গনে ১৯৫৮-৫৯ সেশন থেকে ২০১৫-১৬ সেশনেরনবীন-প্রবীণঢাবিয়ানদের মিলন মেলায় সব বয়েসীদের উপস্থিতিতে সাবেক রাষ্ট্রদূত মুফাজ্জল করিম, প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ড. অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার বরেণ্য ব্যক্তিবর্গের আবেগ উচ্ছাস মিশ্রিত স্মৃতিচারণ বক্তব্যে মনুতীরের অনুষ্ঠানস্থলে অন্যরকম আবহবিরাজ করে।

ওই দিন সকালের জনী গন্ধ্যারস্টিক আর উপহারসামগ্রী বরণের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠান সন্ধ্যালগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠানের এক্স ঢাবিয়ান ও পেশাদারশিল্পীদের গানেগানেশেষ হয় ডিইউ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের মিলনমেলা।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেনডিইউ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের আহবায়ক জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সদস্য সচিবসহ কারী অধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন প্রাক্তন ঢাবিয়ান সাবেক রাষ্ট্রদূত মুফাজ্জল করিম, অবসর প্রাপ্ত প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, অধ্যক্ষ দেবাশীষ দেব নাথ, সাবেক ঢাবিয়ান প্রফেসর মো. সেলিম,অধ্যাপক ড. সৈয়দ আশরাফুররহমান, পুলিশসুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার,সাংবাদিক নূরুল ইসলাম, প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ।

এরপরআহবায়ককমিটি থেকেডিইউ এক্স -স্টুডেন্টঅ্যাসোসিয়েশন মৌলভীবাজারএর ১৫ বিশিষ্টপূর্ণাংগকমিটি ঘোষণাকরেছেন প্রাক্তন ঢাবিয়ান সৈয়দ ফজলুল্লাহস্যার। ২৬ নভেম্বর শনিবার এক্স ঢাবিয়ান মিলন মেলাস্থল রাঙাউটি গ্রাউন্ডে এ কমিটি ঘোষণা করা হয়। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা অফিসে আয়োজিত সভায় উপস্থিত ডিউ এক্স-স্টুডেন্টঅ্যাসোসিয়েশনেরআহবায়ককমিটিরসদস্যসচিবসহকারীঅধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভূইয়া, সিনিয়রসদস্য প্রফেসর মো. সেলিম, সদস্য সাংবাদিকনূরুলইসলাম, পূবালীব্যাংকের ল অফিসার আসাদুজ্জামান খান, মিলনমেলারবিভিন্নউপকমিটিরআহবায়কসহকারীঅধ্যাপকশরিফুলরহমান, সহকারীঅধ্যাপকশাহগিয়াসউদ্দিনসহবিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সম্মতিক্রমে প্রফেসর মো. সেলিমকেসভাপতি ও

সাংবাদিক নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিরঅন্যান্য পদবীধারী ব্যক্তিরা হলেনসহসভাপতি ড. সৈয়দ আশরাফুররহমান, ব্যারিস্টারফয়েজউদ্দিন, যুগ্ম সম্পাদকসহকারীঅধ্যাপকশরিফুলরহমান, সাংগঠনিকসম্পাদকসহকারীঅধ্যাপক মোস্তাফিজুররহমান, সহ-সাংগঠনিকসম্পাদকপ্রভাষকশফিকুলইসলাম, কোষাধ্যক্ষ সহকারীঅধ্যাপকশাহগিয়াসউদ্দিন, প্রচার ও প্রকাশনাসম্পাদক মো. আসাদুজ্জামান খান, দপ্তরসম্পাদকআয়েশাশাহনাজরিনি, ক্রীড়া ও সাংস্কৃতিকসম্পাদকশিপনমিয়া, সদস্য ১.সহযোগীঅধ্যাপক পার্থ প্রতীমচক্রবর্তী, ২. সহকারীঅধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভূইয়া, ৩. শাহেদ আহমদ চৌধুরী, ৪. রুমানা চৌধুরী।