মৌলভীবাজারে ‘অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা

- আপডেট সময় ০৯:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ১০১ বার পড়া হয়েছে

বিকাশের সার্বিক সহযোগিতা ও মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)’- এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালা আয়োজিত হয়।
পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন,পিপিএম-সেবা কর্মশালায় সভাপতিত্ব করেন।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি বা অন্যান্য অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং প্রতারক চক্র শনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়া নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালায় মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশ নিয়ে পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মোবাইল ব্যাংকিং বা এমএফএস ব্যবহার করে বিভিন্ন অপকৌশলে প্রতারক চক্র সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশ বা মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো সাধারণ মানুষকে সেবা দিতে, তাদের রক্ষিত আমানত রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তবে এসব প্রতারণা থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- সচেতনতা।
কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, সহকারী পুলিশ সুপার শাকিল, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিম, বিকাশের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এসিস্ট্যান্ট ম্যানেজার সুজয় রায়, রবি আল আলম, আসিফ হাসান আদনান, সিনিয়র অফিসার জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
