ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মানবতার গান-সুরের ভেলায় কমলগঞ্জে লালনকে স্মরণ শেরপুর ইয়াবাসহ এক যুবক গ্রে ফ তা র কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব সমাবেশ অনুষ্ঠিত  বাজারে বাজারে জনসংযোগে নাসের রহমান বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিলি,জনতার ঢল মহাসড়ক সংস্কারসহ ৪’দফা দাবীতে মৌলভীবাজার মানববন্ধন খালেদা জিয়া-তারেক রহমান জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন সিলেটে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোরবার মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিদ্বন্দ্বী নয়, নির্বাচনী প্রক্রিয়া আমাদের মূল লক্ষ্য” — নাসের রহমান জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত

মৌলভীবাজারে এসএসসি পাসের হার ৭৩.৮৩ শতাংশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ১১৯১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার ২৪ ডেস্ক: সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মৌলভীবাজারে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ। এদিকে এসএসসি ফল ঘোষণা হওয়ার পর থেকে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরে মৌলভীবাজারে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সরেজমিনে দেখা যায়, কিছু কিছু শিক্ষার্থী স্কুলে আসছেন। ১২ টার পরপরই সবাই অনলাইনে ফলাফল দেখলেও কেউ কেউ এসেছেন স্কুলে ফলাফল দেখতে। শিক্ষার্থী ও অভিভাবকরা বোর্ডে নিজেদের কাঙ্ক্ষিত ফল দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা বাবা-মাকে জড়িয়ে ধরে কাঙ্ক্ষিত ফল পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

অভিভাবকরা আনন্দে কেঁদে ফেলেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, এবার এসএসসি পরীক্ষায় তাদের প্রতিষ্ঠানের ৯৮.৬৭ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এছাড়া মোট২২৩জন পাস ও ১১২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক কল্লোল দে জানান, তাদের প্রতিষ্ঠান এবার এসএসসি পরীক্ষায় ৯৭.৬৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এছাড়া ১২৩জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ মোট ২০৮ জন পাস করেছেন। এছাড়াও শহরের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিষ্ঠান এবার এসএসসি পরীক্ষায় ৯৭.১৭ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যেখানে ৫২জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ মোট ১০৬ জন পাস করেছেন।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিনহাজুর রহমান রাকিব বলেন, ‘আমি জিপিএ-৫ পেয়েছি। পরিবারের সবাই এই ফল দেখে খুবই খুশি হয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’ শিক্ষার্থী মারজানা মাহমুদা প্রীতি বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তিনি বলেন, ‘আমার ১০ বছরের কষ্টের ফল পেয়েছি আজ। আমার এই ফলের জন্য আমার অভিবাবক ও শিক্ষকরা অনেক কষ্ট ও পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

অভিবাবক স্মৃতি কর বলেন, ‘আমার মেয়ে অনেক পরিশ্রম করে আজকের এই ফল পেয়েছে। এখন একটাই চাওয়া মেয়ে যেন ভবিষ্যতেও এই ফল ধরে রাখতে পারে।’

উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। এই বোর্ডের অধীন চার জেলার মধ্যে মৌলভীবাজারে ৭৩ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া সিলেট জেলায় পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ, সুনামগঞ্জে ৭৯ দশমিক ৯৫ শতাংশ ও হবিগঞ্জে ৭৭ দশমিক ৮৬ শতাংশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে এসএসসি পাসের হার ৭৩.৮৩ শতাংশ

আপডেট সময় ০২:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

মৌলভীবাজার ২৪ ডেস্ক: সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মৌলভীবাজারে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ। এদিকে এসএসসি ফল ঘোষণা হওয়ার পর থেকে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরে মৌলভীবাজারে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সরেজমিনে দেখা যায়, কিছু কিছু শিক্ষার্থী স্কুলে আসছেন। ১২ টার পরপরই সবাই অনলাইনে ফলাফল দেখলেও কেউ কেউ এসেছেন স্কুলে ফলাফল দেখতে। শিক্ষার্থী ও অভিভাবকরা বোর্ডে নিজেদের কাঙ্ক্ষিত ফল দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা বাবা-মাকে জড়িয়ে ধরে কাঙ্ক্ষিত ফল পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

অভিভাবকরা আনন্দে কেঁদে ফেলেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, এবার এসএসসি পরীক্ষায় তাদের প্রতিষ্ঠানের ৯৮.৬৭ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এছাড়া মোট২২৩জন পাস ও ১১২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক কল্লোল দে জানান, তাদের প্রতিষ্ঠান এবার এসএসসি পরীক্ষায় ৯৭.৬৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এছাড়া ১২৩জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ মোট ২০৮ জন পাস করেছেন। এছাড়াও শহরের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিষ্ঠান এবার এসএসসি পরীক্ষায় ৯৭.১৭ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যেখানে ৫২জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ মোট ১০৬ জন পাস করেছেন।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিনহাজুর রহমান রাকিব বলেন, ‘আমি জিপিএ-৫ পেয়েছি। পরিবারের সবাই এই ফল দেখে খুবই খুশি হয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’ শিক্ষার্থী মারজানা মাহমুদা প্রীতি বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তিনি বলেন, ‘আমার ১০ বছরের কষ্টের ফল পেয়েছি আজ। আমার এই ফলের জন্য আমার অভিবাবক ও শিক্ষকরা অনেক কষ্ট ও পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

অভিবাবক স্মৃতি কর বলেন, ‘আমার মেয়ে অনেক পরিশ্রম করে আজকের এই ফল পেয়েছে। এখন একটাই চাওয়া মেয়ে যেন ভবিষ্যতেও এই ফল ধরে রাখতে পারে।’

উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। এই বোর্ডের অধীন চার জেলার মধ্যে মৌলভীবাজারে ৭৩ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া সিলেট জেলায় পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ, সুনামগঞ্জে ৭৯ দশমিক ৯৫ শতাংশ ও হবিগঞ্জে ৭৭ দশমিক ৮৬ শতাংশ।