মৌলভীবাজারে কার্নিভাল ২০২২ স্মরনিকা প্রকাশ

- আপডেট সময় ০৯:০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ৫৪৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্নিভাল ২০২২ স্মরনিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ ) দুপুরে শহরের আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ স্মরনিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্যৈ সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মইনুল হক,কবি সৌমিত্র দেব টিটো।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হেপাটোলজিস্ট,বিজ্ঞান গবেষক,লেখক,কলামিস্ট প্রফেসর ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।অনুষ্ঠানে সভাপত্বি করেন,কার্নিভাল সভাপতি ডা. নিশাত জাহান চৌধুরী।
অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
