মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীরদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

- আপডেট সময় ০৯:১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ৬৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থা (ডিইউএসএস) মৌলভীবাজারের সহযোগিতায় এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীরদের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১১ এপ্রিল সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাররিনা রহমান বাঁধনের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ২০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪শত টাকা এবং মাধ্যমিক পর্যায়ের ১০ জন শিক্ষার্থীকে৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষার্থীরা যাতে তাদের প্রয়োজনীয় খাতা, কলম, স্কুল ড্রেস, বই ক্রয় করতে পারে সে লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
