মৌলভীবাজারে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জেলা বিএনপির মৌণ মিছিল

- আপডেট সময় ১১:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ: ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মৌণ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর জেলা শহরের পশ্চিম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌণ মিছিলটি শুরু হয়। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের ওয়েস্টার্ন প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ শহিদদের স্মরণে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন- “এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, মামলা-হামলার শিকার দল হলো বিএনপি। ১৬/১৭ বছর ধরে আমরা বিরোধী দলে আছি, জানি না কতদিন থাকতে হবে। তবে স্পষ্ট করে বলছি— অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আগে আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়ব না।
তিনি আরও বলেন, “বিএনপি একটি ভদ্রলোকের দল। আমরা কটূক্তি করি না, কিন্তু যদি বাধ্য করা হয় তাহলে আমরা জবাব দিতে জানি। তারেক রহমান ও জিয়া পরিবারকে নিয়ে যারা অপপ্রচার করছে, তাদের হুঁশিয়ার করছি এই পরিবারকে নিয়ে কটাক্ষ মানে দেশের মানুষের আবেগকে আঘাত করা। এসব বন্ধ না হলে আমরা প্রস্তুত, রাজপথেই জবাব দেব।” তিনি বলেন “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার আদায়ের মাইলফলক। শহিদদের রক্তের চেতনা আমাদের অনুপ্রেরণা দেয়।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই পরিবার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য মানে দেশের ইতিহাস অস্বীকার করা। অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর ছাড় নয়— অপপ্রচারের জবাব রাজপথেই আসবে।
এর আগে পশ্চিম বাজার জামে মসজিদে জেলা ওলামা দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জুলাই আগস্টের শহিদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কেন্দ্র ঘোষিত পৃথক কর্মসূচীতে অংশ নেন-জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দীকি,আলহাজ আব্দুল মুকিত,মো.ফখরুল ইসলাম,বকসী মিসবাউর রহমান,মনোয়ার আহমেদ রহমান,মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন,সদর উপজেলা বিএনপির স াধারণ সম্পাদক মারুফ আহমেদ,রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাষ্টার,জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আব্দুল হেকিম,সদস্য সচিব কাজী আব্দুর রহিম, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার মজুমদার ইমন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন,শ্যামলী সুত্র ধর,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ প্রমূখ।
