ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে জাতীয় ইমাম সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার (৩০ আগস্ট) জাতীয় ইমাম সমিতি, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি মাওলানা মোঃ শামছুল ইসলাম। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ এবং সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বশির আহমদ।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতির মহাসচিব ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার), জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা উপ-পরিচালক মোঃ ফারুক আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন এবং বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা শেখ মোঃ আব্দুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য বকশী মিসবাহ উর রহমান, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আবদাল হোসেন, আনজুমানে আলইসলাহর নেতা মাওলানা সৈয়দ করম আলী এবং উত্তর মুঘলাই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম।

তাছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, জামায়াতে ইসলামী জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, হেফাজতে ইসলাম জেলা আহ্বায়ক মাওলানা জামিল আহমদ আনসারী, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এবং আনজুমানে আল-ইসলাহর পক্ষ থেকে মোঃ সিরাজুল ইসলাম সিদ্দিকী।

জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাম্মাদ বিল্লাহ, সদর উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, জুড়ী উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ জিয়াউল হক, বড়লেখা পৌরসভা সভাপতি মুফতি রুহুল আমিন, কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা আবু আইয়ুব আনছারী, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামছুল ইসলাম লিয়াকত এবং শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান ছালেহ।

বক্তারা বলেন, সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইমামদের অবদান অপরিসীম। তাই রাষ্ট্রীয়ভাবে তাঁদের জন্য ভাতা ও বেতন কাঠামো প্রবর্তন, বাসস্থানের নিশ্চয়তা, এবং ইমাম কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করা জরুরি। একই সঙ্গে আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর ওপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা আরও দাবি করেন, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের যেন বিনাদোষে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ ব্যতীত চাকরিচ্যুত করা না হয়।

ইমাম-খতিবদের সামাজিক মর্যাদা প্রদানের পাশাপাশি উপযুক্ত বেতন-ভাতা নিশ্চিত করা জরুরি—এমন মতও উঠে আসে সম্মেলনে। ভিন্ন মাসলাকের ইমাম-খতিবগণ আজ ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া ইমাম সমাজকে আর্থিক নিরাপত্তার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে তরুণ প্রজন্মকে নৈতিকতার আলোকে গড়ে তুলতে হবে—এমন আহ্বানও জানানো হয়।

বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে জাতীয় ইমাম সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার (৩০ আগস্ট) জাতীয় ইমাম সমিতি, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি মাওলানা মোঃ শামছুল ইসলাম। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ এবং সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বশির আহমদ।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতির মহাসচিব ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার), জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা উপ-পরিচালক মোঃ ফারুক আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন এবং বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা শেখ মোঃ আব্দুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য বকশী মিসবাহ উর রহমান, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আবদাল হোসেন, আনজুমানে আলইসলাহর নেতা মাওলানা সৈয়দ করম আলী এবং উত্তর মুঘলাই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম।

তাছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, জামায়াতে ইসলামী জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, হেফাজতে ইসলাম জেলা আহ্বায়ক মাওলানা জামিল আহমদ আনসারী, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এবং আনজুমানে আল-ইসলাহর পক্ষ থেকে মোঃ সিরাজুল ইসলাম সিদ্দিকী।

জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাম্মাদ বিল্লাহ, সদর উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, জুড়ী উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ জিয়াউল হক, বড়লেখা পৌরসভা সভাপতি মুফতি রুহুল আমিন, কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা আবু আইয়ুব আনছারী, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামছুল ইসলাম লিয়াকত এবং শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান ছালেহ।

বক্তারা বলেন, সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইমামদের অবদান অপরিসীম। তাই রাষ্ট্রীয়ভাবে তাঁদের জন্য ভাতা ও বেতন কাঠামো প্রবর্তন, বাসস্থানের নিশ্চয়তা, এবং ইমাম কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করা জরুরি। একই সঙ্গে আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর ওপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা আরও দাবি করেন, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের যেন বিনাদোষে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ ব্যতীত চাকরিচ্যুত করা না হয়।

ইমাম-খতিবদের সামাজিক মর্যাদা প্রদানের পাশাপাশি উপযুক্ত বেতন-ভাতা নিশ্চিত করা জরুরি—এমন মতও উঠে আসে সম্মেলনে। ভিন্ন মাসলাকের ইমাম-খতিবগণ আজ ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া ইমাম সমাজকে আর্থিক নিরাপত্তার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে তরুণ প্রজন্মকে নৈতিকতার আলোকে গড়ে তুলতে হবে—এমন আহ্বানও জানানো হয়।

বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।